মোদির উপরে সুকান্ত-শুভেন্দুর ছবি! নেই দিলীপের নাম, বিজেপির পোস্টার নিয়ে বিতর্ক

Spread the love

নিচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। তার উপরে রয়েছে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর ছবি। বিজেপির এই পোস্টার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেই পোস্টারে নেই দিলীপ ঘোষের ছবিও, যা নিয়েও উঠছে প্রশ্ন। রাজ্য সফরে এসে ৫ মে শিলিগুড়ি রেলওয়ে ইনস্টিটিউট ময়দানে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই উপলক্ষে দলের তরফ থেকে একটি পোস্টার তৈরি করা হয়েছে। সোশ্যাল মিডিয়া, দলের বিভিন্ন হোয়াটসআপ গ্রুপ ও ফেসবুক পেজে সেই পোস্টারটির ছবি দেওয়া হয়েছে প্রচারের জন্য। আর সেই ছবি নিয়েই দানা বেঁধেছে বিতর্ক।

সেখানে দেখা যাচ্ছে, মোদির ছবি নিচে রয়েছে। আর ডানদিকে একেবারে উপরে রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি। তার পাশে অমিত শাহ ও জে পি নাড্ডার ছবি রয়েছে। তবে নাড্ডার ছবির উপরেও দেখা যাচ্ছে শুভেন্দু ও সুকান্তর ছবি। এভাবে পোস্টার কেন করা হল? তা নিয়ে বিজেপির মধ্যে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। রাজ্য বিজেপির তিন নেতা সুকান্ত-অমিতাভ ও শুভেন্দুর দিকে অভিযোগের আঙুল উঠেছে। তীব্র সমালোচনার মুখে পড়েছেন তাঁরা।

অনেকের বক্তব্য, প্রধানমন্ত্রীর ছবি নিচে দিয়ে অপমান করা হয়েছে তাঁকে। পাশাপাশি এই পোস্টারে দিলীপ ঘোষের ছবিও দেওয়া হয়নি। দলের পুরোনো নেতাদের কথায়, পরিকল্পিতভাবেই দিলীপ ঘোষের ছবি বাদ দিয়েছে রাজ্য বিজেপির ক্ষমতাসীন শিবির। ফলে অমিত শাহর সফরের আগেও দলের অভ্যন্তরীণ কোন্দল ফের সামনে চলে এল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*