গরম থেকে আপাতত মুক্তি, আগামী ৫ দিন স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Spread the love

চৈত্রের তীব্র দাবদাহে যেভাবে দক্ষিণবঙ্গ পুড়েছিল, বৈশাখের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে তার থেকে স্বস্তি দিল গতকালের বিক্ষিপ্ত বৃষ্টি। যদিও শুক্রবার রাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। তবে শনিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মরশুমের প্রথম কালবৈশাখীর দেখা মিলেছে। যার বলে দক্ষিণবঙ্গের তাপমাত্রার গ্রাফ এখন অনেকটাই নিম্নমুখী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। 

হাওয়া অফিস জানাচ্ছে, শনিবারের মতো রবিবারও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও শহরতলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে সোমবার অর্থাৎ ২ মে থেকে রাজ্যের সর্বত্র বৃষ্টির পরিমাণ বাড়বে। দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও আছে। সোমবার থেকে হাওয়ার গতিবেগও বেড়ে ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ৫ মে পর্যন্ত রাজ্যে এই আবহাওয়াই বজায় থাকবে। 

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে চড়া রোদ থাকলেও বিকেলের পর মনোরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। সন্ধের পর দমকা হাওয়া এবং বৃষ্টি শুরু হবে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*