নিরাপত্তা প্রত্যাহারের পরদিনই অঘটন! গুলিতে খুন পাঞ্জাবের জনপ্রিয় গায়ক

Spread the love

পাঞ্জাবে শুটআউট। গুলি করে খুন করা হল জনপ্রিয় পাঞ্জাবী গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে। রবিবার ভরসন্ধেয় তিনজনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয় ওই গায়কের। উল্লেখ্য, শনিবারই সিধু মুসেওয়ালা-সহ ৪২৪ ভিআইপির নিরাপত্তা প্রত্যাহার করে পাঞ্জাবের আপ সরকার। তার পরই এই অঘটন ঘটে গেল পাঞ্জাবে।

মানসা এলাকার জাওহারকে গ্রামে সিধু মুসেওয়ালা-সহ তিনজনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। তাঁদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কে বা কারা গুলি ছুঁড়ল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু বিধানসভা ভোটের আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে কংগ্রেসে যোগ দেন। তার পর মানসা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটেও লড়েছিলেন তিনি। তবে আপ প্রার্থী ডা. বিজয় সিংলার কাছে ৬৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন সিধু। তবে তাঁকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পাঁচ মাসের মধ্যে পাঞ্জাবের ৪২৪ জন ভিআইপির নিরাপত্তা প্রত্যাহার করে নেয়। তার পর দিনই ঘটে গেল এই অঘটন।

ক্ষমতায় এসেই পাঞ্জাব প্রশাসনের বিভিন্ন স্তরে ‘ঘুঘুর বাসা’ ভাঙার প্রতিশ্রুতি দিয়েছিলন ভগবন্ত মান। প্রতিশ্রুতিমতোই ভিআইপিদের নিরাপত্তা প্রত্যাহার করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। গত এপ্রিলে প্রথম দফায় ১৮৪ জন ভিআইপির নিরাপত্তা প্রত্যাহার করে আপ সরকার। এদের অধিকাংশই ছিলেন প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক। মে মাসে শুরুতেই আরেক দফায় আরও ১২২ জন মন্ত্রী-বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এদের মধ্যে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী চরনজিৎ সিং চান্নির নামও ছিল। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, এদের নিরাপত্তা প্রত্যাহারের ফলে অন্তত ৪০০ জন পুলিশকর্মী থানায় ফিরতে পেরেছেন। যা আইনশৃঙ্খলা রক্ষার কাজে লাগবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*