তিনি সর্ব ধর্ম সমন্বয়ের এক জ্বলন্ত উদাহরণ। হিন্দু ধর্মের পাশপাশি ভিনধর্মের প্রতিও তাঁর ভালবাসা-শ্রদ্ধা যে কোনও অংশে কম নয়, সেকথা বারবার উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই। বৃহস্পতির বিকেলে বাড়ির অদূরে ভবানীপুরের কাঁসারিপাড়া শীতলা মন্দিরের ১৯৫ বছর উদযাপনের মুহূর্তে হাজির হয়ে সেই মুখ্যমন্ত্রী ফের একবার বুঝিয়ে দিলেন হিন্দু ধর্মের প্রতি তাঁর জ্ঞানের সীমা।
শীতলা মন্দিরে কাপড়-মিষ্টি দিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে দিলেন সোনার ঝাঁটা। আরতি করলেন। শুধু শীতলা পুজোই নয়, আগামী কাল মুখ্যমন্ত্রী যাচ্ছেন সিঙ্গুরে। সেখানে সন্তোষী মায়ের মন্দিরে যাবেন তিনি। পুজো দেবেন, সেখানকার মানুষের সঙ্গে কথা বললেন।
মমতার কথায়, সিঙ্গুর আন্দোলনের সময় সন্তোষী মায়ের মন্দির তৈরি করব বলে কথা দিয়েছিলাম। প্রতিশ্রুতি রেখেছি। প্রতি বছরই সময় করে সিঙ্গুরে যাওয়ার চেষ্টা করি। ছোট্ট ওই মন্দিরটায় বসলে মন ভাল হয়ে যায়। এর পরই মুখ্যমন্ত্রীর সংযোজন। শুধু হিন্দু ধর্ম নয়, রোজা ভাঙার মুহূর্তে মুসলিম ভাইদের পাশে আমি থাকার চেষ্টা করি। গুরুদ্বারে হালুয়া চেয়ে খাই।
Be the first to comment