করোনায় আক্রান্ত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা নিজেই টুইট করে জানিয়েছেন, তাঁর মৃদু উপসর্গ ধরা পড়েছে। বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। গত কদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন কংগ্রেস নেত্রী।
১ জুন করোনায় আক্রান্ত হন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। হালকা উপসর্গ থাকায় তিনি টেস্ট করান। তারপরই করোনা পজিটিভ হন তিনি। বুধবার প্রিয়াঙ্কা লখনউতে ছিলেন। মায়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে তিনি লখনউ থেকে সড়কপথে দিল্লি রওনা দেন। শুক্রবার তাঁরও করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবারই কংগ্রেস সভানেত্রী বলেছিলেন, গত কয়েকদিনে যেসব কংগ্রেস নেতানেত্রী তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন সতর্ক থাকেন।
কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানান, গত এক-দেড় সপ্তাহের মধ্যে সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী একাধিক নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। সেই নেতাদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। প্রিয়াঙ্কা গত কয়েকদিন ধরে লখনউতে ছিলেন। সেখানে তিনি একাধিক বৈঠক করেন রাজ্য নেতাদের সঙ্গে। তাদের মধ্যেও কেউ কেউ আক্রান্ত হয়ে থাকতে পারেন। সুরজেওয়ালাও সকলকে সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেন।
Be the first to comment