অগ্নিপথ আসলে দুর্নীতি; লোকসভা ভোটের আগে ললিপপ দেখাচ্ছে বিজেপি, ফের তোপ মুখ্যমন্ত্রীর

Spread the love

ফের কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, অগ্নিপথ প্রকল্প আসলে দুর্নীতি। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ললিপপ দেখাচ্ছে বিজেপি। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর আশঙ্কা, ভোট মিটলেই অগ্নিবীরদের বাড়ি পাঠিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। তাই তাঁর আরজি, বিজেপির ফাঁদে পা দেবেন না।

মঙ্গলবার আসানসোলের পোলো গ্রাউন্ডের কর্মিসভায় উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো। কর্মসংস্থান থেকে অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এদিন তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ৪ বছর চাকরি দেয়নি ওরা। আর এবার সাধারণ ছেলেমেয়েরা এই প্রশিক্ষণ (অগ্নিপথ প্রকল্প) পাবেন না। প্রশিক্ষণ পাবেন বিজেপির কিছু শাখার লোকজন। সেনাকে সামনে রেখে চালাকি করছে কেন্দ্রীয় সরকার। তাঁর দাবি, অগ্নিপথ প্রকল্পে রাজ্য পিছু কয়েক হাজার ছেলেমেয়ে চাকরি পাবেন। তাও মেরেকেটে মাত্র ৪ বছরের জন্য। এরপর সেই ছেলেমেয়েদের চাকরি দেওয়ার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। কেন্দ্রের তরফে এমন নির্দেশিকা দেওয়া হচ্ছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী।

এদিনের কর্মিসভা থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, কর্নেলবাবু চিঠি দিয়েছেন। বলছেন, ৪ বছর পর অগ্নিবীরদের চাকরির ব্যবস্থা করতে হবে রাজ্যকে। কেন্দ্রে ওদের ডেটা ব্যাংক আমাদের দিয়ে দেবে। তাঁদের চাকরির ব্যবস্থা করতে হবে রাজ্যকেই। এরপরই রাজ্যের প্রশাসনিক প্রধানের প্রশ্ন, চাকরি দিতে আমার আপত্তি নেই। কিন্তু বিজেপির পাপ আমি কেন নেব? বিজেপির লোকেদের আমি কেন চাকরি দেব? ওদের ময়লা ওদেরই সাফ করতে হবে। মুখ্যমন্ত্রীর সাফ কথা, আমার রাজ্যে যুবক-যুবতীর অভাব নেই। চাকরি চাইলে, সবার আগে তাঁদের চাকরি দেওয়া হয়।

এদিন ফের একবার অগ্নিবীরদের ৬০ বছর পর্যন্ত চাকরির অধিকারের দাবিতে সরব হন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ৪ বছরের চাকরিতে জীবন চলে না। চাকরি করতে দিতে হবে ৬০ বছর পর্যন্ত। সেটা না পারলে মিথ্যা কথা বলবেন না। আসলে এটা একটা দুর্নীতি। বিরাট বড় দুর্নীতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*