কলকাতার পর এবার জেলায় সিবিআই হানা। পুর নিয়োগ মামলার তদন্তে উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়া ও হালিশহরেও গেল সিবিআই। রবিবার কাঁচড়াপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদমা রায়ের বাড়িতেও সিবিআই তল্লাশি চলছে। পাশাপাশি হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বলে জানা যাচ্ছে।
CBI সূত্রে খবর রাজ্যের বিভিন্ন পুরসভায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই এই অভিযান। এর আগেও বেশ কয়েক’টি পুরসভায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। বৃহস্পতিবার পুর নিয়োগ মামলায় প্রায় উনিশ ঘন্টা ধরে রাজ্যের খাদ্য মন্ত্রীর বাড়িতে তল্লাশি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকাল থেকেই কলকাতার চেতলায় মেয়র ফিরহাদ হাকিমের বাড়ি এবং ভবানীপুরে বিধায়ক মদন মিত্রের বাড়িতে পৌঁছে গেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। প্রায় দু’ঘণ্টা ধরে চলছে জিজ্ঞাসাবাদ।
Be the first to comment