ভারত জোড়ো ন্যায় যাত্রায় পা মেলাল বামেরা, জেলা নেতৃত্বকে স্বাগত কংগ্রেসের

Spread the love

কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল দার্জিলিং জেলা সিপিএম। রবিবার শিলিগুড়ি থানা মোড় থেকে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয় ৷ ওই ন্যায় যাত্রা শিলিগুড়ি হাসমি চকে পৌঁছয়। সেখান থেকে যাত্রায় অংশ নেন দার্জিলিং জেলা কমিটির নেতা, কর্মী ও সমর্থকরা ৷ ন্যায় যাত্রায় পা মেলাতে দেখা যায় সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকার থেকে শুরু করে জেলার এসএফআই ও ডিওয়াইএফআই নেতাদের।

শিলিগুড়িতে এসে এদিন রাহুল পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানান৷ তিনি বলেন, “বাংলা থেকে ব্রিটিশ আন্দোলন শুরু হয়েছিল ৷ তেমনই আজও বাঙালিদেরই পুরো দেশকে রাস্তা দেখাতে হবে ৷ তাদের ভাবতে হবে ৷” এদিন জীবেশ সরকারকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় ফুল দিয়ে স্বাগত জানান কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ সাধারণতন্ত্র দিবসের আগের দিন অর্থাৎ ২৫ জানুয়ারি অসম থেকে বাংলায় প্রবেশ করে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ তবে সেদিনই জরুরিভিত্তিতে হাসিমারা সেনা ঘাঁটি থেকে বিমান ধরে দিল্লি চলে যান কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ তাঁর সঙ্গে অন্য শীর্ষ নেতারাও রাজধানী যান ৷ যাত্রা স্থগিত হয়ে যায় ৷ এরপর রবিবার সকালে জলপাইগুড়ি থেকে ফের শুরু হয় রাহুলের নেতৃত্বে কংগ্রেসের ন্যায় যাত্রা ৷

এই যাত্রা প্রসঙ্গে প্রবীণ বাম নেতা জীবেশ সরকার বলেন, “এই যাত্রা সাধারণ মানুষের জন্য ৷ সারাদেশে যে অন্যায় হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই রাহুল গান্ধির নেতৃত্বে এই ন্যায় যাত্রা ৷ দেশকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, দেশের গণতন্ত্রকে রক্ষা করা, ভারতের পরম্পরা, ঐতিহ্যকে রক্ষা করারই এই যাত্রার লক্ষ্য ৷ এই যাত্রায় আমরা বামফ্রন্টের পক্ষ থেকে সামিল হয়েছি ৷ আমরা রাহুলকে স্বাগত জানাচ্ছি ৷ এই ন্যায় যাত্রার সাফল্য কামনা করছি ৷”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*