এখনো পর্যন্ত রাজ্যে ৪৬ শতাংশ ভোট পেয়েছে তৃণমুল কংগ্রেস, ৩৮ শতাংশ পেয়েছে বিজেপি, ৫ শতাংশ পেয়েছে কংগ্রেস, ৬ শতাংশ পেয়েছে বাম।
বাংলার সমস্ত রেকর্ড ভেঙ্গে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছে ৬ লক্ষ ৮৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে।
সায়নী ঘোষ দেড় লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে যাদবপুর থেকে। ঘাটাল থেকে ১লক্ষ ৫ হাজার ৯৮৪ টি ভোটে এগিয়ে দেব।
দক্ষিণ কলকাতায় ১ লক্ষ ৪৪ হাজার ১৪ টি ভোটে এগিয়ে মালা রায়।
হুগলী থেকে ৩৪ হাজার ৩৬৬ ভোটে এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর থেকে ৭২ হাজারের বেশি ভোটে এগিয়ে ইউসুফ পাঠান।
মালদা উত্তর থেকে এগিয়ে বিজেপি প্রার্থী খগেন মূর্মূ ৩৫০০০ এর বেশি ভোটে।
শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৮০ হাজারের বেশি ভোটে এগিয়ে।
মেদিনীপুর থেকে জুন মালিয়া এগিয়ে ৪৬ হাজারের বেশী ভোটে।বিষ্ণুপুর থেকে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ১৯ হাজারের বেশি।
বনগাঁ থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এগিয়ে আছে ৪৩ হাজারের বেশি ভোটে।
বারাসাত থেকে কাকলী ঘোষ দস্তিদার ৮৬ হাজারের বেশি ভোটে এগিয়ে।
মালদা দক্ষিণ থেকে ৭২ হাজারের বেশি ভোটে এগিয়ে কংগ্রেসের ইশা খান চৌধুরী।
বর্ধমান – দূর্গাপুর থেকে ১লক্ষ ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমুলের কীর্তি আজাদ।
কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র ৬৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন।
তমলুকে এগিয়ে অভিজিৎ গাঙ্গুলী।
Be the first to comment