মোদীর মন্ত্রী সভায় দায়িত্বে রইলেন কোন কোন মন্ত্রী..

Spread the love

রোজদিন ডেস্ক :- তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর পদ গ্রহণের পর মোদীর মন্ত্রী সভায় মন্ত্রীত্ব পেলেন ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে অমিত শাহ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রীর দায়িত্বেই রইলেন নিতিন গডকড়ী। অজয় টামটা, হর্ষ মল্লোহা কেন্দ্রীয় সড়ক পরিবহণ প্রতিমন্ত্রী ফের বিদেশমন্ত্রী হলেন এস জয়শঙ্কর। ফের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
কেন্দ্রীয় বিদ্যুৎ-নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর। কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের দায়িত্বে জিতনরাম মাঝি। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। কৃষির সঙ্গে কিষাণ কল্যাণ-পঞ্চায়েতমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী চিরাগ পাসোয়ান। রেলের সঙ্গে তথ্য সম্প্রচারমন্ত্রকের দায়িত্বে অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন জেপি নাড্ডা। টিডিপি সাংসদ রাম মোহন নাইডুর হাতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। গুজরাতের বিজেপি সাংসদ সিআর পাতিলের হাতে জলশক্তি মন্ত্রক। কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী। পেট্রোলিয়াম মন্ত্রীই রইলেন হরদীপ সিংহ পুরী। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। টেলিকম মন্ত্রী হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী। জাহাজপ্রতিমন্ত্রীই রইলেন বাংলার শান্তনু ঠাকুর। জোড়া মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শিক্ষার সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*