সক্রিয় রাজনীতিতে প্রবেশের পর গুজরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধনা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। মঙ্গলবার গুজরাতের গান্ধীনগরে দাঁড়িয়ে সাধারন মানুষের উদ্দেশ্যে প্রিয়াঙ্কার বার্তা, আপনার ভোটই আপনার অস্ত্র। তাই ভাবুন ও সিদ্ধান্ত নিন। এরপরই মোদীকে নিশানা করে প্রিয়াঙ্কা বলেন, যাঁরা আপনাদের সামনে বড় বড় কথা বলেছেন, কোথায় গেল কর্মসংস্থান? ১৫ লক্ষ টাকা ফেরত, সেই প্রতিশ্রুতির কী হলো? মহিলাদের নিরাপত্তার কী হলো?
প্রিয়াঙ্কা আরও বলেন, এবারের নির্বাচনে যে মূল ইস্যুগুলোতে লড়াই হবে, তা হলো নারী নিরাপত্তা, বেকারত্ব এবং কৃষি সংকট। তিনি আরও বলেন, সেই সব ইস্যুগুলিকেই তুলে ধরতে হবে যেগুলি আপনাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ এবং দেখতে হবে কেমন করে আপনারা এগিয়ে যেতে পারেন। কেমন করে যুবক-যুবতীরা চাকরি পেতে পারে, কেমন করে নারীরা নিরাপদ বোধ করতে পারে, কৃষকদের জন্য কী করা যেতে পারে, এগুলিই নির্বাচনের ইস্যু। পাশাপাশি তিনি বলেন, এবারের লড়াই স্বাধীনতা সংগ্রামের থেকে কম নয়। প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হচ্ছে। সবজায়গায় হিংসা ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, লোকসভা ভোটের মুখে উত্তরপ্রদেশের মতো রাজ্যের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়াঙ্কাকে। গত ২৩ জানুয়ারি রাজনীতিতে প্রবেশ করেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
এদিনের জনসভায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীও উপস্থিত ছিলেন। জনসভার আগে হয় কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠক। তাতে যোগ দেন সদ্য সাধারণ সচিব হওয়া প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। লোকসভা নির্বাচনের আগে মোদীর রাজ্যে কংগ্রেসের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Be the first to comment