রোজদিন ডেস্ক : মহানবমীর সন্ধ্যায় উৎসব মুখর কলকাতায় কন্যাকে নিয়ে দুর্গা দর্শনে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আজ তাঁর গন্তব্য ছিল উত্তর ও দক্ষিণ কলকাতার চারটি পুজো মন্ডপ। অপরূপ শিল্প সুষমামন্ডিত এই পুজো দেখে মুগ্ধ কন্যা আজানিয়াও। প্রথম তিনি যান উত্তর কলকাতার চালতাবাগানে। সেখানে এবারের থিম বাংলা ভাষা। এখানে ভাল করে সব ঘুরে দেখেন তিনি। আজ তাঁর পরণে ছিল কলার দেওয়া কালো গেঞ্জি, জিনসের প্যান্ট। মেয়ে আজানিয়া পরেছে কমলা ঘেঁষা সালোয়ার কামিজ। বাবার হাত ধরে অবাক চোখে প্রতিটি মন্ডপ ও প্রতিমা দেখে সেও।

প্রতিটি মন্ডপেই সকন্যা অভিষেককে দেখে উপস্থিত মানুষের মধ্যে খুশির উন্মাদনা লক্ষ্য করা যায়।

উত্তর থেকে দক্ষিণ কলকাতার আরও তিনটি পুজো মন্ডপে যান তাঁরা। অনেক জায়গায় কচি কাঁচাদের সঙ্গে হাতও মেলান।
সমাজমাধ্যমে তাঁর এই প্রতিমা দর্শন নিয়ে অভিষেক জানান, ভক্তি আর উৎসবের মিলনে প্রতিটি মন্ডপই যেন এক একটি জীবন্ত কাব্য। সব জায়গায় মানুষের অফুরান উচ্ছাস, আলোর রোশনাই, সুর সংগীত ও শিল্পের মেলবন্ধন দেখে আপ্লুত, মুগ্ধ তিনি। এই সব অনন্য সৃষ্টির নেপথ্যে থাকা কারিগর, উদ্যোক্তাদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠার অকুন্ঠ প্রশংসা করেন। আজ চালতাবাগান, যোধপুর পার্ক, ৯৫ পল্লী ও ত্রিধারা সম্মিলনীর প্রতিমা দর্শনে যান তাঁরা।

অভিষেক ব্যানার্জি আরও বলেন, মা দুর্গার আশীর্বাদে বাংলার সব ঘরে শান্তি, সমৃদ্ধি, সৌহার্দ্য আসুক। রাজ্যের প্রতি প্রান্তে এই উৎসব ছড়িয়ে পড়ুক চান।

Be the first to comment