নবমীতে হুগলির মগরায় দূর্ঘটনায় মৃত ১ আহত ২

Spread the love

রোজদিন ডেস্ক : নবমীতে হুগলির মগরায় মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল একজনের। আহত আরও দুই। মগরার নন্দীপুকুরের কাছে এই দূর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় নতুন ব্রিজ দিয়ে তিন বন্ধু স্কুটিতে করে ফিরছিল। তখন উল্টোদিক থেকে একটি মোটর ভ্যান ব্রিজের উপর উঠতে যায়। তখনই স্কুটি ও মোটর ভ্যানের সংঘর্ঘ হয়। স্কুটিতে থাকা তিনজন ছিটকে রাস্তায় পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায়।চিকিৎসকরা অভিষেক রামকে (২৬) মৃত বলে ঘোষণা করেন। আহত রাজকুমার বরাই ও আমির আনসারি চিকিৎসাধীন। তিনজনের বাড়ি বড় খেঁজুরিয়া মল্লিক পাড়ায়। পুজোর মধ্যে শোকের ছায়া এলাকায়। এলাকায় ট্র্যাফিক পুলিশের নজরদারির অভাব নিয়ে সরব হন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এই ব্রিজ দিয়ে শুধুমাত্র মিঠাপুকুরের দিকে যাওয়া অনুমোদিত হলেও অনেকেই নিয়ম ভেঙে অন্য পথে যায়। ফলে বারবার দুর্ঘটনা ঘটছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*