১০টা

Spread the love
  1. RSS-এর শতবর্ষপূর্তি অনুষ্ঠান। দিল্লিতে শতবর্ষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, সঙ্ঘকে শেষ করার অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আমরা প্রতিশোধ নিইনি।
  2. RSS-এর বিশেষ অনুষ্ঠানে বিশেষ কয়েন ও ডাক টিকিটের উদ্বোধন করলেম প্রধানমন্ত্রী
  3. কাজল-রানিদের দুর্গাপুজোতে উচ্ছ্বাসে ভাসলেন বলিউড তারকারা
  4. নবমীর সকালে চণ্ডীপাঠ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
  5. মহাষ্টমীর পর মহানবমীতেও দুর্গাপুজো পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ চালতাবাগান দুর্গাপুজো পরিদর্শন করলেন তিনি। বাংলা ভাষার মাহাত্ম্যকেই তুলে ধরা হয়েছে এখানকার মণ্ডপ জুড়ে।
  6. যোধপুর পার্ক, ৯৫ পল্লী দুর্গোৎসব পরিদর্শনে গিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শারদীয়ার আনন্দ ভাগ করে নিলেন কচিকাঁচাদের সঙ্গে।
  7. সুরচি সঙ্ঘে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ঢাক বাজালেন সৌরভ ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
  8. শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সপরিবারে সৌরভ গঙ্গোপাধ্যায়।
  9. বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। ১৯ কেজি LPG সিলিন্ডারের দাম বাড়ল ১৫ টাকা ৫০ পয়সা। হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল ১ হাজার ৫৯৫ টাকা ৫০ পয়সা। দিল্লিতে আজ থেকেই কার্যকর হয়েছে বাণিজ্যিক LPG সিলিন্ডারের নতুন দাম। রান্নার গ্যাসের ১৪ কেজি LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে।
  10. দুর্যোগের আশঙ্কা, কলকাতা পুরসভার জরুরি বৈঠক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*