মালবাজারে ফের হড়পা বান, কড়া সতর্কতা ও বিশেষ ব্যবস্থা জারি প্রশাসনের

Spread the love

রোজদিন ডেস্ক : বুধবার মাল নদীতে ফের হড়পা বান। ফিরল ২০২২ সালের মর্মান্তিক স্মৃতি। ২০২২ সালে দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি ফের মনে করিয়ে দিল এই ঘটনা। তবে এদিন বড় কোনও বিপদ ঘটেনি। স্থানীয় প্রশাসন তৎপর থাকায় অঘটন ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়নমন্ত্রী বুলু চিক বড়াইক। সঙ্গে ছিলেন জেলাশাসক শমা পারভিন, এসপি উমেশ গণপত, মহকুমাশাসক ও স্থানীয় প্রশাসনিক কর্তারা। মন্ত্রী ও আধিকারিকরা ঘাট পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে দুর্গোৎসব শান্তিপূর্ণ এবং নিরাপদে শেষ হয়। মাল নদী বিপজ্জনক হয়ে উঠছে, তাই সাধারণ মানুষকে আমরা অনুরোধ করছি প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য। প্রয়োজনে বিকল্প ঘাটে বিসর্জনের ব্যবস্থা হবে। পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ী জানান, মানুষের নিরাপত্তা ভেবেই বিসর্জন ঘাট তৈরি করা হচ্ছিল। কিন্তু একনাগাড়ে বৃষ্টির জেরে হড়পা বানে কাঠামো ভেসে যায়। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে পাহাড়ের জলের চাপে শুধু মাল নয়, ডুয়ার্সের প্রায় সব নদীই ফুলেফেঁপে উঠেছে। মালবাজার, ওদলাবাড়ি, চালসা, মেটেলি ও চা-বাগান সংলগ্ন এলাকার নদীগুলিতে জলস্তর বিপজ্জনক জায়গায় রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীর ধারে না যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় পুলিশ, সিভিল ডিফেন্স ও দুর্যোগ মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*