বেজে গেল দশমীর বাজনা, পরের বছর পুজো শুরু ১৭ অক্টোবর

Spread the love

রোজদিন ডেস্ক : মন খারাপ বাঙালির। পেরিয়ে যাচ্ছে নবমী নিশি। বেজে গেল দশমীর বাজনা। কাল বৃহস্পতিবার বিজয়া দশমী। বিষাদের সুর। আরও এক বছরের প্রতীক্ষা। মা আসবেন মর্ত্যে। নবমী নিশি পেরতে পেরতেই শুরু হয়ে যায় বাঙালির কাউন্টডাউন। এবার অপেক্ষা অবশ্য আরও দীর্ঘ। ৩৮১ দিনের। সারা বছর হাজারো ঝক্কি সামলে অপেক্ষার প্রহর গোনা শুরু। অপেক্ষা সেই পাঁচ দিনের। পাঁজি বলছে, বাংলা ১৪৩৩ সাল, ইংরেজির ২০২৬ সালের দুর্গাপুজো শুরু ১৭ অক্টোবর। নির্ঘণ্ট অনুসারে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে (১৪৩৩ বঙ্গাব্দ) মহালয়া তিথি পড়েছে ১০ অক্টোবর, শনিবার৷ মহাষষ্ঠী ১৭ অক্টোবর, শনিবার। মহাসপ্তমী ১৮ অক্টোবর রবিবার, মহাষ্টমী ১৯ অক্টোবর সোমবার, মহানবমী ২০ অক্টোবর মঙ্গলবার এবং বিজয়া দশমী ২১ অক্টোবর বুধবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*