আমাদের পাড়া, আমাদের সমাধান, কোটি মানুষের অংশ গ্রহণ, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : মাত্র ২৬ দিনে সারা রাজ্যে এক কোটির বেশি মানুষ “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসুচিতে অংশ নিয়েছেন। এক্স হ্যান্ডেলে এই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, এতে তিনি ভীষণ খুশি ও গর্বিত। এই উপলক্ষে ১৪,৫০০টি জায়গায় এক কোটির বেশি মানুষের সমস্যার দ্রুত সমাধান হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।

রাজ্যের আমজনতা তাদের ওপর ভরসা ও আস্থা রাখায় আন্তরিক কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে তাঁরা প্রতিশ্রুতি বদ্ধ। তাদের মা মাটি মানুষের সরকার রাজ্যবাসীর সব সমস্যা দ্রুত সমাধানে সব সময় আগ্রহী ছিল এবং আগামী দিনেও থাকবে বলে জানান।

প্রসঙ্গত, আগামী বছর বিধানসভা নির্বাচন এর কথা মাথায় রেখে  চলতি মাসে “আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্প চালু করেছে রাজ্য সরকার।  ইতিমধ্যে আমজনতা যে ভাবে এতে সাড়া দিয়েছেন ও অংশ নিয়েছেন এতে রীতিমত খুশি মুখ্যমন্ত্রী ও তাঁর দল। এর জন্য মুখ্যমন্ত্রী এইদিন জনপ্রতিনিধি,  সরকারি কর্মী-সহ সংশ্লিষ্ট সবাইকেই ধন্যবাদ ও অভিনন্দন জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*