রোজদিন ডেস্ক, কলকাতা:- সাংসদ হিসাবে ডায়মন্ড হারবারের কাজের খতিয়ান নিয়ে আজ সাতগাছিয়ায় ‘নিঃশব্দ বিপ্লব’ বই প্রকাশ করেছেন অভিষেক বন্দোপাধ্যায়। এদিন অনেকগুলো প্রসঙ্গ টেনে তিনি রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপি কটাক্ষ করেন তিনি। এদিন তিনি বলেন, ‘যারা ডায়মন্ড হারবার মডেল নিয়ে ব্যাঙ্গ বিদ্রুপ করেন তাঁদের যেন পাঠানো হয়। মিডিয়াকেও এই বই দেওয়া হয়। আমার সাংসদ তহবিল থেকে কোন কাজ হয়েছে সেই হিসাব আছে।’
তিনি বলেন, ‘এই বইটিতে ৬৯৫ পাতা আছে। প্রথম নিঃশব্দ বিপ্লব ৫০ থেকে ৬০ পাতার বই ছিল। আস্তে আস্তে পাতা বেড়েছে। এই পুস্তিকায় গ্রাম পঞ্চায়েত,জেলা সভাপতি, জেলা পরিষদের, বিধায়ক তহবিলের কাজ নেই। এই পুস্তিকায় আছে শুধু আমার ৫ কোটি টাকার সংসদ তহবিলের পুঙ্খানুপুঙ্খ হিসাব আছে। কী কী কাজ করেছি সেটা আছে। ‘
ইডি সিবিআই প্রসঙ্গে তিনি বলেন, ‘সিবিআই, ইডি দিয়ে আমায় আটকাবেন? আপনারা দিল্লির যে নেতাদের পাজামার দড়ি ধরে রাজনীতি করেন আমরা ভয় পাই না। গলা কাটলেও জয় বাংলা বেরবে।’ আরজিকর প্রসঙ্গ টেনে এদিন অভিষেক বলেন, ‘আরজি করের সময় বিজেপি সিপিএম নেতারা মিছিল করে বলেছিল বিনীত গোয়েলের অপসারণ দাবি করছি। সেই মহান আত্মারা কেন আজ পহেলগাওঁয়ে কেন্দ্র সরকারের ব্যর্থতার ঘটনার জন্য আইবি ডিরেক্টর তপন ডেকারের ইস্তফা চাইছেন না? ২৫ জন দেশের নাগরিককে মেরে ফেলল। তাদের আর খোঁজ নেই। উড়ে গেল? পাকিস্তানে চলে গেল? জানি না। বর্ডারের দায়িত্ব কে? আরজি কর কাণ্ডে মমতার পদত্যাগ দাবি করলে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন না কেন?’
মহেশতলা কয়েকদিন আগেই উত্তাল হয়েছিল সেই প্রসঙ্গ টেনে এদিন অভিষেক বলেন, ‘মহেশতলায় লাশের রাজনীতি করতে এসেছিল বিজেপি। ডায়মন্ড-হারবারের সাতটি বিধানসভার মধ্যে প্রতিটি বিধানসভায় এই কর্মসূচি করি। এবার সাতগাছিয়ায় করলাম। পরের বার ‘নিঃশব্দ বিপ্লব’ কর্মসূচি হবে মহেশতলার বাটানগরের মাঠে।’

Be the first to comment