রোজদিন ডেস্ক : এ এক উলট পুরাণ!! রক্ষক ই তস্কর!! মালদার গাজোলের একলাখি গান্ধী মোড়ের সার্বজনীন পুজোয় গতকাল প্রতিমার সোনার গয়না আচমকা উধাও হয়ে যায়। প্রতিমার সামনে রাখা এক পুঁটলিও নেই, সেখানেও ছিল কিছু গয়না। পুজোর মধ্যে এই ঘটনায় উদ্যোক্তারা চরম সমস্যায় পড়েন। কঠোর প্রহরার মধ্যেও কিভাবে এত গয়না চুরি হল তাঁরা ভেবে পাচ্ছিলেন না। রহস্যর পর্দা ফাঁস হল মন্ডপের সিসিটিভি পরীক্ষা করে। সেখানেই ধরা পড়লো গয়না চোররা। তাঁরা দুই সিভিক ভলান্টিয়ার! তাঁদের সহযোগিতায় ছিলেন এক স্থানীয় মানুষও। এই বিস্ময়কর ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। সিসিটিভি ফুটেজে পরিস্কার দেখা যায়, কর্তব্যরত অবস্থায় দুই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় মন্ডল ও গৌর মন্ডল প্রতিমার মুর্তি থেকে গয়না খুলছেন। তাঁদের সহায়তা করছেন অধীর মন্ডল। সিভিক ভলান্টিয়াররা যে এই কাজ করতে পারেন, কেউ ভাবতেও পারেননি। এই নিয়ে উদ্যোক্তারা পুলিশে খবর দিলে তাঁদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে। কিছু সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে আগেও নানা দুষ্কর্ম র অভিযোগ উঠেছে।। মালদার গাজোলের প্রতিমার সোনার গয়না চুরি এতে নতুন মাত্রা যোগ করলো।

Be the first to comment