রোজদিন ডেস্ক : বসিরহাটের পাথরঘাটা এলাকায় বৃহস্পতিবার দশমীর দিন আচমকা টর্নেডোয় ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি। তবে এই দূর্যোগে অনেকে আহত হলেও এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই।
এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ এলাকা পরিদর্শনে যান সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। বিকেল চারটে নাগাদ সন্দেশখালি ১ ব্লকের আগারহাটি পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় হঠাৎ টর্নেডো ঝড় হয়। আর সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় শতাধিক বাড়ি। প্রায় ৩০টি ইলেকট্রিকের খুঁটি ও বৈদ্যুতিক তার ছিড়ে যায়। ঝড়ের খবর পাওয়া মাত্রই এলাকায় যান সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো ও সন্দেশখালি ১ ব্লকের বিডিও সায়ন্তন সেনের প্রতিনিধিরা। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে উপযুক্ত ত্রাণ পাঠানোর কাজ শুরু হয়েছে বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে ইতিমধ্যে এলাকায় বেশ কিছু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চাপা পড়ে যাওয়া এক মহিলা ও এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় তার জন্য ভাবনাচিন্তা শুরু করেছেন বিধায়ক সুকুমার মাহাতো।

Be the first to comment