রোজদিন ডেস্ক : মঙ্গলবার সকালে কলকাতা ১০, দমদম ৮ ডিগ্রি সেসুয়াস। কাঁপছে শহর থেকে শহরতলি। এদিন সকালে আলিপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু গোটা বাংলা। শ্রীনিকেতন ৬.২, বাঁকুড়া ৭.৮, জলপাইগুড়ি, ৯, কোচবিহার ৯ ডিগ্রির ঘরে। সঙ্গে কুয়াশার দাপট। বেলা বাড়লেও কুয়াশা কমেনি। রাস্তায় গাড়ি ঘোড়া কম। দেরিতে চলছে অনেক লোকাল থেকে দূরপাল্লার ট্রেন। গত কয়েকদিনে হাওয়া অফিসের রিপোর্টে এসেছে উত্তুরে হাওয়ার কথা। আবহাওয়া দফতর বলছে, বাংলার শীতে এবার যোগ হচ্ছে নিম্নচাপ।
সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বুকে জন্ম নিয়েছে নতুন নিম্নচাপ। সেই সূত্র ধরেই ধীরে ধীরে আরও পারদ নামছে বাংলায়। মঙ্গলবার কলকাতায় ছিল দেড় দশকের শীতলতম দিন। প্রায় সব রেকর্ড ভেঙে এদিন ১০.২ ডিগ্রিতে নেমেছে শহরের তাপমাত্রা। একই অবস্থা উত্তরবঙ্গে। সেখানেও বইছে হিমেল স্রোত। তবে নিম্নচাপের জেরে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।

Be the first to comment