বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হল

Spread the love

রোজদিন ডেস্ক : এস আই আর নিয়ে দেশজোড়া বির্তকের মাঝে আজ বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হোল। আজ বিকেলে নির্বাচন কমিশন এই চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করে।
ভোট মুখি বিহারে এস আই আর করা নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল। কংগ্রেস, আর জে ডি সহ বিরোধী দলগুলি এর বিরোধিতায় নামে। তাদের অভিযোগ ছিল, এস আই আরের নামে প্রকৃত ভোটার দের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি। তাদের মদত দিচ্ছে নির্বাচন কমিশন। বিষয়টি আদালতেও গড়ায়। শীর্ষ আদালতের বেশ কিছু নির্দেশ মেনে চলে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ।
আজ বিহারের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৪২ লক্ষ। ২১ লক্ষ ৫৩ হাজার নতুন ভোটারের নাম যোগ হয়েছে। বাদ গেছে ৩ লক্ষ ৬৬ হাজার ভোটারের নাম। ” অযোগ্য ” চিহ্নিত করে এই নাম বাদ দেওয়া হয়েছে। এর আগে আগস্ট মাসে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ায় তুমুল উত্তেজনা দেখা দেয়।
সূত্রের খবর, সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার নথি ও ডিজিটাল ভার্সন রাজনৈতিক দলগুলিকে পাঠানো হয়েছে। ভোটাররা অনলাইনে কমিশনের ওয়েবসাইটে নিজেদের নাম আছে কিনা দেখে নিতে পারবেন।
চলতি বছরের শেষ দিকে বিহার বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটমুখি বিহারে যাতায়াত শুরু করেছেন। এক গুচ্ছ উন্নয়ন প্রকল্প ঘোষণা ও করেছেন। আগামী মাসেই বিহারের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে বলে রাজনৈতিক মহল মনে করেন।
গত বিধানসভা নির্বাচনে জে ডি ইউ, আর জে ডি, কংগ্রেস সহ বিরোধী দলগুলি একজোট হয়ে মহাজোট গঠন করে বিজেপির বিরুদ্ধে লড়েছিল। ভোটে জিতে নীতিশ কুমারের নেতৃত্বে সরকারও গঠিত হয়।
কয়েক মাস পর নীতিশ কুমার বিজেপি র সঙ্গে হাত মিলিয়ে এন ডি এ তে যোগ দিকে বিহারের রাজনীতি অন্য মোড় নেয়।
এবার ও বিরোধী দলগুলি একজোট হয়ে নীতিশ কুমার – বিজেপি র বিরুদ্ধে লড়ার প্রস্তুতি শুরু করেছে। যদিও লালু পুত্র তেজস্বীকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরতে কংগ্রেস রাজী কিনা তা এখনও পরিস্কার নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*