রোজদিন ডেস্ক : কালো রঙ এর জামা তাঁর খুব পছন্দ। এমনই বলেন তাঁর ঘনিষ্ঠরা। আজ মহাষ্টমীতে মেয়ে আজানিয়াকে নিয়ে দমদম ও বাগুইহাটির দুটি মন্ডপে দুর্গা দর্শন করলেন টিএমসি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
এই অভিষেক রাজ্যের শাসক দলের দাপুটে নেতা নন, পুজোর দিনে মেয়েকে নিয়ে ঠাকুর দেখাতে যাওয়া এক তরুণ পিতা মাত্র। পরণে কালো ঘেঁষা গলাবন্ধ কুর্তা, সাদা চোস্ত পায়জামা। মেয়ে আজানিয়া পরেছে হলুদ রঙের সুন্দর সালোয়ার কামিজ।
প্রথমে তাঁরা গেলেন দমদমের নাগেরবাজারের জয়শ্রী পুজো মন্ডপে। দুদিকের সারি দিয়ে দাঁড়ানো অগণিত মানুষ জনকে দুহাত জোড় করে নমস্কার করলেন অভিষেক। পাশে মেয়ে আজানিয়া, যার ডাক নাম আহা!! এত মানুষ দেখে আপ্লুত অভিষেক। মন্ডপে প্রবেশের আগে একটু দাঁড়ালেন। সেখানে বসে থাকা বেশ কয়েকজন তরুণের সঙ্গে কুশল বিনিময় করলেন। কয়েকজনকে পিঠ চাপড়ে দিতেও দেখা গেল তাঁকে।

ভিতরে প্রবেশ করে পিতা ও কন্যা উভয়েই মুগ্ধ। কন্যা সাষ্টাংগে প্রণাম করলেন দেবী প্রতিমাকে।

বাইরে বেরিয়ে পিতা-কন্যা দুজনেই মনের আনন্দে দেদার ফুচকা খেলেন।


পরের গন্তব্য বাগুইহাটির অশ্বিনীনগর বন্ধু মহলের পুজো। এখানেও একই ছবি। সারিবদ্ধ আমজনতা প্রিয় নেতাকে দেখে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন। করজোড়ে তাঁদের নমস্কার জানালেন অভিষেক ব্যানার্জি। এখানে তাঁর সঙ্গে দেখা গেল স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি ও মেয়র পারিষদ সদস্য দেবরাজ চক্রবর্তীকে। ভিড়ের কথা মাথায় রেখে সম্ভবত এবার তাঁর দেহরক্ষীকে দেখা গেল আজানিয়ার হাত ভাল করে ধরে রেখেছেন। পিতা অভিষেক সামনে চলেছেন দুদিকের জনতা কে নমস্কার জানিয়ে, পিছনেই কন্যা আজানিয়ার বিস্মিত দৃষ্টি মন্ডপের দিকে।
পিতা-কন্যার এই সুন্দর মুহূর্তগুলি ধরা রইলো অনেকের মুঠোফোনেও।

Be the first to comment