রোজদিন ডেস্ক : তামিলনাড়ুর কারুরে জনসভায় পদপিষ্ট হয়ে মর্মান্তিক ভাবে ৪১, জনের প্রাণহানির দায় এবার সরাসরি মুখ্যমন্ত্রী স্ট্যালিনের ওপর চাপালেন অভিনেতা তথা রাজনীতিক বিজয়। একে তিনি রাজনৈতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করেন। গত ২৭ সেপ্টেম্বর তাঁরই প্রচারসভায় প্রচণ্ড ভিড়ের চাপে এই মর্মান্তিক ঘটনা হয়। আজ বিজয় সরাসরি মুখ্যমন্ত্রী স্ট্যালিনের উদ্দেশ্যে তোপ দেগে বলেন, যদি উনি প্রতিহিংসা নিতে চান, তবে যেন তাঁকে (বিজয় কে)ই আঘাত করেন, তাঁর অনুগামীদের যেন স্পর্শ না করেন।
ক্ষমতাসীন DMK অবশ্য বিজয়ের এই দাবি খারিজ করেছে। তাঁদের পালটা দাবি, নির্দিষ্ট সময়ের ৮ ঘণ্টা পর বিজয় সভাস্থলে আসায় এই বিপত্তি হয়। পানীয় জল, খাবার ছাড়া দীর্ঘ সময় রোদ্দুরে থেকে অনেকেই সেদিন অজ্ঞান হয়ে পড়েন। এর জন্যই ব্যাপক গোলমাল বাধে।
রাজ্যের প্রাক্তন শাসক দল এআইডিএমকে ও ভোটমুখি তামিলনাড়ুতে রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। রাজ্য সরকারকে কোণঠাসা করতে তাদের মত, (বিজয়ের) ষড়যন্ত্রের অভিযোগের ভিত্তি আছে।
রাজ্য সরকার এই মর্মান্তিক ঘটনার পুর্নাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বরের এই ঘটনায় এখন অবধি ৪১ জন প্রাণ হারিয়েছেন। কারুরের ঘরে ঘরে এখনও সেদিনের ভয়ংকর স্মৃতিতে আতঙ্কিত অনেকেই। তাঁদের অনেকেই নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন। যে ঘর একদিন শিশুর কলকাকলিতে মুখর থাকতো এখন সেখানে শ্মশানের স্তব্ধতা।
এই মর্মান্তিক ঘটনা অভিনেতা বিজয়ের রাজনৈতিক ভবিষ্যত নিয়েও প্রশ্ন তুলেছে। রাজনৈতিক ষড়যন্ত্রর ধুয়ো তুলে তিনি নিজের দায় এড়াচ্ছেন বলে শাসক ডিএমকে-সহ বিরোধীদের অভিযোগ।

Be the first to comment