- এখনও পর্যন্ত বৃষ্টিহীন অষ্টমী। সকালে রোদ, দুপুরের পর আংশিক মেঘলা আকাশ। মণ্ডপমুখী জনতায় উৎসবমুখর মহানগরী।
- বেলুড় মঠে মাতৃ আরাধনার চেনা ছবি। অষ্টমীতে সাড়ম্বরে শেষ হল কুমারীপুজো। কামারপুকুরেও কুমারীপুজো।
- বসিরহাটে বাসে করে অনাথ শিশুদের পুজো দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। সঙ্গে দেদার ভুরিভোজ। খুশি শিশুরা।
- সীমান্ত জেলা মুর্শিদাবাদের বহরমপুর সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের পুজোয় এবার অসুর রূপে মহম্মদ ইউনুস। সঙ্গে মায়ের এক হাতে অসুরের কাটা মুণ্ডু। তার মুখে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আদল।
- গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের কোয়েটা। মঙ্গলবার সকালে ফ্রন্টিয়ার কন্সটাবুলারির সদর দফতরের সামনে বিস্ফোরণ ঘটে। ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
- চলে গেলেন দিল্লি বিজেপির প্রথম সভাপতি বিজয়কুমার মালহোত্রা। মঙ্গলবার সকালে এইমসে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৯৪ বছর। বর্ষীয়ান নেতার প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিশিষ্ট নেতারা শোক প্রকাশ করেন।
- সদ্য হারিয়েছেন প্রিয় বন্ধু জুবিনকে। এখনও পুরোপুরি শোক কাটিয়ে উঠতে পারেননি সংগীতশিল্পী পাপান। তাই আগামী ১ অক্টোবর পর্যন্ত নিজের সমস্ত অনুষ্ঠান বাতিল করলেন তিনি। এর জন্য উদ্যোক্তা ও দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।
- ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতি শুরু কমিশনের। অবৈধ লেনদেন, মদ-গাঁজা-সহ মাদকদ্রব্য এবং চোরাচালান নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি শুরু করছে কমিশন।
- দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো এবার ৫৮ তম বছরে পা দিল। তাদের ১৪০ ফুটের মন্দির দেখতে দলে দলে ভিড় দর্শনার্থীদের। থাইল্যান্ডের অরুণ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই মণ্ডপ।
- নিজের গ্রামের বাড়ির পুজো নিয়ে মেতে আছেন বিধায়ক তথা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। বসিরহাটের স্বরূপনগর ব্লকের স্বরূপনগর বাংলানী গ্রাম পঞ্চায়েতের বাংলানী গ্রামের বাসিন্দা উত্তর ২৪ পরগনার জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী বাড়ির পুজো এবারে ৪২তম বর্ষে পা দিল।
- ভারতীয় ডাক বিভাগ তাদের ইনল্যান্ড স্পিড পোস্ট পরিষেবার শুল্ক কাঠামোয় পরিবর্তন এনেছে। ১ অক্টোবর থেকে চালু নতুন। গ্রাহকদের সুবিধার জন্য চালু হচ্ছে একাধিক নতুন পরিষেবা।
- অপরাধ দমনে প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জাতীয় স্তরে আইএমইআই ডেটাবেস তৈরি করছে। অপরাধী ও প্রতারকরা মোবাইল সেটে নতুন সফটওয়্যার ইনস্টল করে ব্লক করা ১৫ সংখ্যার আইএমইআই পরিবর্তন করছে। ফলে ব্লক করা হ্যান্ডসেটও সক্রিয় হয়ে উঠছে। এই পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয়ভাবে ডেটাবেস তৈরি করা হচ্ছে।
- উৎসবের সময় মাইক বাজানো নিয়ে অভিযোগ রুখতে মাইক বাজানোর সময়সীমা নির্দিষ্ট করল চন্দননগর পুলিশ কমিশনারেট। দুর্গাপূজার সময় মাইক বাজানোর সময় সীমায় দু’ঘন্টা ছাঁটা হল।
- মহাষ্টমীর পুণ্যলগ্নে কলকাতা কলেজ স্কয়ার সর্বজনীন দূর্গোৎসবের মণ্ডপে পুষ্পাঞ্জলি দিলেন প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।
- হাওড়া সদরের পুজো মণ্ডপগুলিতে মানুষের পাশে দাঁড়িয়েছে যুব তৃণমূল কর্মীরা। ‘অভিষেকের দূত’ নামে রাস্তায় উপস্থিত তাঁরা। যে কোনও প্রয়োজনে দর্শনার্থীদের পাশে থাকছেন তাঁরা।

Be the first to comment