শুধু ট্রাম্প ই না, অসুর মহম্মদ ইউনুস-এর আদলেও!

Spread the love

রোজদিন ডেস্ক : সীমান্ত জেলা মুর্শিদাবাদে এবার অসুর রূপী মহম্মদ ইউনুস দর্শক মহলে সাড়া জাগিয়েছে। সঙ্গে দুর্গা মায়ের এক হাতে প্রতিবেশী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আদলে অসুরের কাটা মুন্ডও আছে। সব মিলিয়ে জমজমাট বহরমপুরের সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের পুজো।
প্রতিবেশী দুই দেশের প্রধানদের আদলে অসুরদের নিয়ে এপারের দর্শকরা উল্লসিত হলেও বাংলাদেশের বিভিন্ন সংগঠন এতে চটেছেন বলে প্রকাশ। তাঁরা পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন বলে জানা গেছে। এতে অবশ্য ভীত নয় উদ্যোক্তারা। বাংলাদেশের বিভিন্ন ঘটনার প্রতিবাদেই তাঁদের এই উদ্যোগ। আইনি হুশিয়ারিতে তাঁরা পিছু হঠবেন না।
পুজো কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ দুবের কথায়, পুজোয় তাঁদের থিম দহন। দেশের শত্রুর বিনাশ চান তাঁরা। প্রতিমা শিল্পীকে দেশের শত্রুর আদলে অসুর বানাতে বলায় তিনি ইউনুস ও শাহবাজ শরিফের আদলেই দুই অসুর বানিয়েছেন। এই দুই দেশই নানা ভারত বিরোধী কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।
মা দুর্গার পদতলে ইউনুসের আদলে অসুর দেখতে ভিড় উপছে পড়ছে মন্ডপে। মায়ের এক হাতের কাটা মুন্ড রূপী পাকিস্তানের প্রধানমন্ত্রী কে দেখে ও উল্লাসে ফেটে পড়ছেন আমজনতা।
সীমান্ত জেলার এই পুজোর খবর পৌছেছে বাংলাদেশে ও। তবে পাকিস্তানেতা গেছে কিনা জানেন না উদ্যোক্তারা। তবে জানলেও কিছু যায় আসে না তাঁদের!!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*