রোজদিন ডেস্ক : প্রয়াত দিল্লির বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক ও সাংসদ বিজয়কুমার মালহোত্রা। বিজেপির হয়ে প্রত্যক্ষ রাজনীতির পাশাপাশি ক্রীড়া প্রশাসকের দায়িত্বও সামলেছেন তিনি। মঙ্গলবার দিল্লির এইমসে প্রয়াত হন তিনি। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, সিনিয়র রাজনীতিক বিজয়কুমার মালহোত্রার প্রয়াণে আমি শোকাহত। তিনি একজন দক্ষ ক্রীড়া প্রশাসকও ছিলেন, এবং তাঁর অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁকে খুব কাছ থেকে চিনতাম এবং তাঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি রইল আমার সমবেদনা।

Be the first to comment