প্রয়াত ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পপতি লর্ড স্বরাজ পল

Spread the love

রোজদিন ডেস্ক : প্রয়াত হলেন ব্রিটেনের অন্যতম প্রধান এনআরআই শিল্পপতি লর্ড স্বরাজ পল। লন্ডনে বৃহস্পতিবার সন্ধ্যায় ৯৪ বছর বয়সে প্রয়াত হন তিনি। ইউকে ভিত্তিক কাপারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা লর্ড পল কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হাউস অফ লর্ডসের সদস্য লর্ড পল জন্মেছিলেন ভারতের জলন্ধরে। ১৯৬০-এর দশকে তিনি তাঁর ছোট মেয়ে অম্বিকার ক্যান্সারের চিকিৎসার জন্য ব্রিটেনে পাড়ি দেন। চার বছর বয়সে অম্বিকার মৃত্যু হলে, তিনি অম্বিকা পল ফাউন্ডেশন নামে একটি চ্যারিটেবল ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সারা বিশ্বের শিশু ও তরুণদের সেবা করার জন্য এই ট্রাস্ট কোটি-কোটি টাকা দান করেছে।

২০১৫ সালে তাঁর ছেলে অঙ্গদ পল এবং ২০২২ সালে তাঁর স্ত্রী অরুণার মৃত্যুর পর, তাদের স্মরণেও তিনি একই রকমের মানবহিতৈষী উদ্যোগ নিয়েছিলেন। বার্ষিক ‘সানডে টাইমস রিচ লিস্ট’-এর  নিয়মিত অতিথি স্বরাজ পল এই বছর ২ বিলিয়ন পাউন্ডের সম্পত্তি নিয়ে ৮১তম স্থানে ছিলেন।