বিহারে ১০১টি করে আসনে লড়বে বিজেপি, জেডিইউ, চিরাগের দল পেল ২৯ আসন

Spread the love

রোজদিন ডেস্ক : বিহারে প্রথম পর্বের ভোটগ্রহণ আগামী ৬ নভেম্বর। তার অনেকটা আগেই নিজেদের ঘর গুছিয়ে ফেলল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। শরিক দলগুলির সঙ্গে আসনরফা চূড়ান্ত করে ফেলল তারা। ফরমুলা অনুযায়ী এবার সমান সংখ্যক আসনে লড়াই করছে জোটের দুই প্রধান দল বিজেপি এবং নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল বা জেডিইউ। দুই দলই ১০১টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর বাইরে ২৯টি আসন ছাড়া হয়েছে প্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসওয়ানের দল এলজেপি (আর)কে।

এছাড়া জোটের আরও দুই শরিক জিতেনরাম মাঝির হিন্দুস্থানি আওয়াম মোর্চা বা হাম, এব‌ং উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা বা আরএলএম লড়াই করবে ছ’টি করে আসনে। রবিবার সন্ধ্যায় বিহারে ভোট পরিচালনার দায়িত্বে থাকা বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই তালিকা প্রকাশ করেন। একই সঙ্গে বিহারে ফের এনডিএ সরকার ক্ষমতায় আসছে বলেও দাবি করেন তিনি। এনডিএ ঘর গুছিয়ে ফেললেও বিহারে  মহাগঠবন্ধন কিন্তু এখনও ছন্নছাড়া। এই শিবিরে প্রধান শরিক হল লালুর আরজেডি, কংগ্রেস ও বামেরা। এছাড়া কয়েকটি ছোট দলও রয়েছে এই জোটে। ইন্ডিয়া জোটের শরিকদেরও কয়েকটি আসন ছাড়া হতে পারে। এর আগে

২০২০ সালে বিধানসভা নির্বাচনে ১১৫টি আসনে প্রার্থী দিয়েছিল নীতীশের দল। বিজেপি লড়াই করেছিল ১১০টি আসনে। জিতনরামের দল লড়াই করেছিল ৭টি আসনে। আর চিরাগের দল একক ভাবে লড়াই করেছিল ১৩৫টি আসনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*