দলের নেতা, কর্মীদের জনসংযোগ নেই, বালুরঘাটে বেফাঁস জয়প্রকাশ

Spread the love

রোজদিন ডেস্ক : আমাদের দলের কর্মী আছে, নেতা আছে, দলের সংগঠনও আছে। কিন্তু কারোরই ভালো জনসংযোগ নেই। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তার এই মন্তব্যের পরই দলের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। জেলার নেতারাও যথেষ্ট অস্বস্তিতে জয়প্রকাশের এহেন মন্তব্যের পর।

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে এক বিজয়া সম্মিলনীর মঞ্চে বক্তব্য রাখছিলেন জয়প্রকাশ  মজুমদার। বক্তব্যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে কেন দলকে পরাজিত হতে হল৷ তাঁর ব্যাখ্যা দিতে গিয়েই বেফাঁস ওই মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি। তিনি বলেন, আমাদের সংগঠন আছে। কর্মী আছে। কিন্তু আমাদের জনসংযোগ নেই। জেলায় বিজেপির সংগঠন না থাকলেও ভোট রয়েছে। যার কারণে আমরা ২০২৪ লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে পরাজিত হয়েছি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের মাঠে নেমে জনসংযোগ জোর দেওয়ার নির্দেশ দেন জয়প্রকাশ। কুশমণ্ডির ওই সভায় জয়প্রকাশ আরও বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বালুরঘাটের ৬টি আসন জয়লাভ করতে গেলে আমরা ওরা ছাড়তে হবে। জনপ্রতিনিধিদের মাঠে নেমে কাজ করতে হবে। ওই মঞ্চে  কুশমন্ডি ব্লকের ৪০ জন পুরনো তৃণমূল কর্মীকে সংবর্ধনা দেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*