- আজ ১৩ অক্টোবর অভিনেতা অশোক কুমারের জন্মদিন। এই দিনই তাঁর ভাই কিংবদন্তি গায়ক কিশোর কুমারের মৃত্যুদিন। এই উপলক্ষ্যে দু’জনকে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- রবিবার আলিপুরদুয়ারে রিভিউ মিটিং করার পর আজ সোমবার উত্তরবঙ্গে পুনর্গঠনের কাজ খতিয়ে দেখতে নাগরাকাটায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- আজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মিলনী। বিষ্ণুপুরের আমতলায় সাংসদ কার্যালয়ে বিকেল ৪টে থেকে শুরু হবে এই অনুষ্ঠান। সাংসদ ছাড়াও উপস্থিত থাকবেন জেলা ও স্থানীয় নেতৃত্ব।
- বিহারে এনডিএ জোটের আসন রফা চূড়ান্ত। ২৪৩টি আসনের মধ্যে ১০১ টি করে আসনে লড়াই করবে বিজেপি ও নীতিশ কুমারের জেডিইউ। ২৯টি আসনে লড়াই করবে এলজেপি। এছাড়াও জিতেনরাম মাঝি ও উপেন্দ্র কুশওয়াহার দল লড়াই করবে ছটি করে আসনে।
- আমাদের দলে নেতা আছে, কর্মী আছে, ভালো সংগঠন আছে। কিন্তু কারোরই ভালো জনসংযোগ নেই। বালুরঘাটে বিজয়া সম্মিলনীর মঞ্চে বেফাঁস কথা বলে দলকেই অস্বস্তিতে ফেললেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।
- গাজায় যুদ্ধ শেষ, ইজরায়েল যাওয়ার আগে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কবে বন্দিমুক্তি, ঘোষণা হতে পারে আজই।
- আজ প্রথমে ইজরায়েলে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইজরায়েলি সংসদে বক্তব্য রাখবেন। এরপর মিশরে যাবেন। সেখানে গাজা শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে।
- ভাঙ্গড়ে তৃণমূল কংগ্রেস চুড়ি, শাঁখা-সিঁদুর ও শাড়ি পরে বসে নেই। তৃণমূল কংগ্রেস তৈরি আছে এটা মাথায় রাখবেন। এভাবেই ভাঙড়ের চালতাবেড়িয়ার সভা থেকে আইএসএফকে হুঁশিশারি দিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
- একজন বৈধ ভোটারের নাম বাদ পড়লে তৃণমূল কংগ্রেস চুপচাপ বসে দেখবে না। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এসআইআর নিয়ে কমিশনকে হুঁশিয়ারি সাংসদ পার্থ ভৌমিকের।
- আজ সোমবার থেকে আরও কমবে বৃষ্টি। সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে ঝাড়গ্রাম,পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বাকি জেলায় শুষ্ক আবহাওয়াই চলবে। মঙ্গলবারও একই থাকবে আবহাওয়া, পূর্বাভাস হাওয়া অফিসের।
- ১৪ মাসের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন। খুন করে দেহ ধান ক্ষেতে নিয়ে গিয়ে পুঁতে দেয় অভিযুক্ত। ত্রিপুরার পানিসাগরের ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
- মার্কিন মুলক থেকে পাকাপাকি ভাবে বিদায় নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর নতুন ঠিকানা সুইজারল্যান্ড।সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করবেন তিনি।

Be the first to comment