আরো ১২

Spread the love
  1. আজ ১৩ অক্টোবর অভিনেতা অশোক কুমারের জন্মদিন। এই দিনই তাঁর ভাই কিংবদন্তি গায়ক কিশোর কুমারের মৃত্যুদিন। এই উপলক্ষ্যে দু’জনকে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  2. রবিবার আলিপুরদুয়ারে রিভিউ মিটিং করার পর আজ সোমবার উত্তরবঙ্গে পুনর্গঠনের কাজ খতিয়ে দেখতে নাগরাকাটায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  3. আজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মিলনী। বিষ্ণুপুরের আমতলায় সাংসদ কার্যালয়ে বিকেল ৪টে থেকে শুরু হবে এই অনুষ্ঠান। সাংসদ ছাড়াও উপস্থিত থাকবেন জেলা ও স্থানীয় নেতৃত্ব।
  4. বিহারে এনডিএ জোটের আসন রফা চূড়ান্ত। ২৪৩টি আসনের মধ্যে ১০১ টি করে আসনে লড়াই করবে বিজেপি ও নীতিশ কুমারের জেডিইউ। ২৯টি আসনে লড়াই করবে এলজেপি। এছাড়াও জিতেনরাম মাঝি ও উপেন্দ্র কুশওয়াহার দল লড়াই করবে ছটি করে আসনে।
  5. আমাদের দলে নেতা আছে, কর্মী আছে, ভালো সংগঠন আছে। কিন্তু কারোরই ভালো জনসংযোগ নেই। বালুরঘাটে বিজয়া সম্মিলনীর মঞ্চে বেফাঁস কথা বলে দলকেই অস্বস্তিতে ফেললেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।
  6. গাজায় যুদ্ধ শেষ, ইজরায়েল যাওয়ার আগে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কবে বন্দিমুক্তি, ঘোষণা হতে পারে আজই।
  7. আজ প্রথমে ইজরায়েলে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইজরায়েলি সংসদে বক্তব্য রাখবেন। এরপর মিশরে যাবেন। সেখানে গাজা শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে।
  8. ভাঙ্গড়ে তৃণমূল কংগ্রেস চুড়ি, শাঁখা-সিঁদুর ও শাড়ি পরে বসে নেই। তৃণমূল কংগ্রেস তৈরি আছে এটা মাথায় রাখবেন। এভাবেই ভাঙড়ের চালতাবেড়িয়ার সভা থেকে আইএসএফকে হুঁশিশারি দিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
  9. একজন বৈধ ভোটারের নাম বাদ পড়লে তৃণমূল কংগ্রেস চুপচাপ বসে দেখবে না। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এসআইআর নিয়ে কমিশনকে হুঁশিয়ারি সাংসদ পার্থ ভৌমিকের।
  10. আজ সোমবার থেকে আরও কমবে বৃষ্টি। সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে ঝাড়গ্রাম,পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বাকি জেলায় শুষ্ক আবহাওয়াই চলবে। মঙ্গলবারও একই থাকবে আবহাওয়া, পূর্বাভাস হাওয়া অফিসের।
  11. ১৪ মাসের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন। খুন করে দেহ ধান ক্ষেতে নিয়ে গিয়ে পুঁতে দেয় অভিযুক্ত। ত্রিপুরার পানিসাগরের ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
  12. মার্কিন মুলক থেকে পাকাপাকি ভাবে বিদায় নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর নতুন ঠিকানা সুইজারল্যান্ড।সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করবেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*