রোজদিন ডেস্ক : দুর্গাপুরে মেডিকেল ছাত্রীর গণধর্ষণের ঘটনা পরম্পরা খতিয়ে দেখতে ওড়িশা মহিলা কমিশনের এক প্রতিনিধি দল আসছেন। এই ছাড়া ওই রাজ্যের চিকিৎসকদের এক প্রতিনিধি দলও আসছেন।
দুর্গাপুরের ঘটনা নিয়ে জাতীয় স্তরেও তোলপাড় উঠেছে। এই বিষয়ে গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঢেউ উঠেছে। ওড়িশা মহিলা কমিশনের প্রধান শোভনা মাইতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিঁধে বলেছেন,উনি মেয়েদের যন্ত্রণা বোঝেন না। তাদের রাতে বাইরে যেতে বারণ না করে উনি তাদের নিরাপত্তা দিন বলে মন্তব্য করেন তিনি।
ওড়িশা মহিলা কমিশনের তিন প্রতিনিধি দলও রাজ্যে আসছেন বলে জানা গেছে।
নির্যাতিতা মেডিকেল ছাত্রী হাসপাতালে ভর্তি আছেন। তিনি ভাল করে হাঁটতে পারছেন না। শরীরও দুর্বল। মানসিকভাবেও বিপর্যস্ত। ওড়িশার এক চিকিৎসক দলও এখানে আসছেন।
ইতিমধ্যে ছাত্রীর বাবা জানিয়েছেন, তিনি মেয়েকে আর এখানে রাখতে চান না। তাঁকে ওড়িশা নিয়ে যাবেন।
মুখ্যমন্ত্রীকে অসংবেদনশীল বলেও মন্তব্য করেছেন বিরোধীরা।
মুখ্যমন্ত্রী কালই দাবি করেন, তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে।

Be the first to comment