রোজদিন ডেস্ক : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দলের একাধিক মন্ত্রী মনোনয়ন পাওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে। তাঁদের মধ্যে অন্যতম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও আছেন। নির্ভর যোগ্য সূত্রে প্রকাশ, তাঁকে নিয়ে শুধু দলের অভ্যন্তরে না, দলের শীর্ষ নেতার পরিবারেরও ক্ষোভ আছে। এই সূত্রে প্রকাশ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির মা লতা ব্যানার্জি শিক্ষামন্ত্রীর ওপর খুবই রুষ্ট। তিনি চান না , আগামী বিধানসভা নির্বাচনে ব্রাত্য বসু মনোনয়ন পান। ঘনিষ্ঠ মহলে এই কথা তিনি জানিয়েছেন। তাঁর অভিযোগ, শিক্ষামন্ত্রীর ব্যবহার ভাল না। অনেকের সঙ্গেই দুর্ব্যবহার করেন। কারও কথা শোনেন না। নিজের খেয়াল খুশি মত কাজ করেন। দাম্ভিকতার অভিযোগও আছে ওঁর বিরুদ্ধে। এই সব কিছু নিয়েই ক্ষোভ তাঁর।
উল্লেখ্য, অভিষেক ব্যানার্জির মা লতা ব্যানার্জি সরাসরি দলে যুক্ত না হলেও মুখ্যমন্ত্রীর খুবই কাছের মানুষ। যত্নের সঙ্গে তাঁর দেখভাল করেন। অনেক জায়গায় মুখ্যমন্ত্রীর সঙ্গে যানও তিনি। দলের অন্দরে তাঁর যথেষ্ট গুরুত্বও আছে। সুন্দর, মার্জিত ব্যবহারের জন্য দলে সবার কাছেই প্রিয়, শ্রদ্ধেয় তিনি।
শিক্ষামন্ত্রীকে নিয়ে তাঁর ক্ষোভের কথা অনেকেই জানেন।
সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে কাদের মনোনয়ন দেওয়া হবে সেই নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন অভিষেক ব্যানার্জিও। চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিলেও তাঁর মতামতও গুরুত্ব পাবে।
এই সব প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর ভবিষ্যত কি তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বলে জানা যায়।

Be the first to comment