পুজোর ফ্যাশনেও দাদাগিরি, এল সৌরাগ্য (souragya)

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতার পাঁচতারা হোটেলে র‍্যাম্পে হাঁটছেন দাদা- হ্যাঁ গল্প নয়, সত্যি। বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী আইটিসি রয়েল বেঙ্গল-এ র‍্যাম্পে হাঁটলেন, তাও আবার নিজের ব্র্যান্ডের পোশাক পরে। কালো পাঞ্জাবিতে তিনি ছিলেন সত্যিই মহারাজকীয়। খেলা, ক্যাপ্টেন্সি, কোচিং, সঞ্চালনা, শিল্পে বিনিয়োগ, রেস্টুরেন্ট-এর পাশাপাশি প্রবেশ করলেন ফ্যাশন দুনিয়াতে। প্রবেশ কেন বলা যায় বসিং করলেন সৌরভ গাঙ্গুলি।


জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড মিন্ত্রার সঙ্গে হাত মিলিয়ে উদ্বোধন হলো সৌরাগ্য (souragya) ব্র্যান্ডের। কিন্তু সৌরাগ্যের ইউএসপি কি? জানা গেল ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেল। পুজোর মুখে একটা ট্র্যাডিশনাল পাঞ্জাবীতে সৌখিন কাজ যা দাদার পছন্দের এটাই বৈশিষ্ট্য সৌরাগ্যের। দাদা কি তবে ফ্যাশন আইকন হিসেবে মানুষের মনে জায়গা করে নিতে চাইছেন?
সৌরাগ্যের পোশাকগুলি বাংলার শিকড় ছুঁয়ে কাঁথা, তাঁত জামদানি, বাটিকের বাহার সমন্বিত। কুর্তার সঙ্গে ময়ূরপঙ্খী ধুতি এবং মার্জিত গামছা অথবা শেরওয়ানির সঙ্গে ধুতি চুরিদার সালোয়ার কুর্তা সবকিছুই মিলবে এখানে।


ব্র্যান্ডের উদ্বোধন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ক্রিকেট কিংবদন্তি ও সৌরাগ্যের সহ-নির্মাতা সৌরভ গাঙ্গুলী বলেন, “সৌরাগ্য আমার নিজের সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা এবং আজকের ফ্যাশন সচেতন প্রজন্মের জন্য ব্র্যান্ডকে প্রাসঙ্গিক করে তোলার আমার দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এই ব্রান্ডটি ভারতের কারুশিল্প উদযাপনের পাশাপাশি সমসাময়িক ডিজাইনের উপাদান যোগ করার জন্য নিবেদিত। Myntra-র ডিজাইনের দক্ষতা এবং যেকোনো দৃষ্টিভঙ্গিতে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা কালেকশনটিকে কেবল পোশাকের শ্রেষ্ঠত্বের প্রতীক করে তুলেছে তাই নয় বরং বিরাট সংখ্যক মানুষের কাছে একে সহজলভ্য করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার লক্ষ্য ছিল এমন পোশাক তৈরি করা যা কালজয়ী পরিশীলিত এবং বহুমুখী বলেন মহারাজ। ক্রেতারা যাতে এই অঞ্চলের অনন্য ডিজাইন ও সিলুয়েট গ্রহণ করার পাশাপাশি সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে। এটাই আমার উদ্দেশ্য।


মিন্ত্রা কর্তা সুমন সাহা বলেন, সৌরভ গাঙ্গুলীর সঙ্গে একত্রে সৌরাগ্য ব্র্যান্ড চালু করতে পেরে আমরা অত্যন্ত উৎসাহিত।
সৌরভ ও সুমন দুজনেরই বক্তব্য পূজোর মুখে ধামাকা ফেলে দেবে এই সৌরাগ্য ব্র্যান্ড। পুরুষদের তৈরি এই জামা কাপড়গুলি পাওয়া যাবে মিন্ত্রা অ্যাপ ও ওয়েবসাইটে। এখন সৌরাগ্য সৌরভ ও মিত্রাকে কতটা সৌভাগ্য এনে দেয় সেটাই দেখার। সংস্কৃতে সৌরাগ্য মানে ফুলের সুন্দর গন্ধ, সৌরভ মানেও তাই । সৌরাগ্য ফ্যাশন দুনিয়াকে সুরভিত করুক এই শুভকামনা রইল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*