রোজদিন ডেস্ক : শিক্ষক দিবসে রাজ্যের দুই শিক্ষক জাতীয় স্তরে সম্মানিত হওয়ার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গর্বিত। এইদিন এক্স হ্যান্ডেলে তিনি জানান, দুর্গাপুরের সরকারি শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের দুই শিক্ষক সুকান্ত কোনার ও ইন্দ্রনীল মুখার্জি এবার শিক্ষক দিবসে জাতীয় স্তরে পুরষ্কৃত হচ্ছেন। সারা দেশের ১৬ জন শিক্ষকের মধ্যে রাজ্যের এই দুই শিক্ষক সম্মানিত হওয়ায় মুখ্যমন্ত্রী গর্বিত বলে জানান।
আরও বলেন, রাজ্যে কারিগরি যে বিশ্ব মানের শিক্ষা প্রদান করা হয়, এটি তারই প্রতিফলন।
উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১৬ জন শিক্ষকের সঙ্গে রাজ্যের এই দুই শিক্ষক ও পুরষ্কৃত ও সম্মানিত হবেন।

Be the first to comment