রোজদিন ডেস্ক:- ২৪ ঘণ্টা যেতে না যেতেই ধরা পড়ল অন্য চিত্র শ্যামবাজারে। একজন হুড খোলা গাড়িতে, অপরজন পায়ে হেঁটে। শেষ দফা নিবার্চনের আগে ভোট প্রচার নিয়ে ব্যস্ত দুই শিবির।
মঙ্গলবার সন্ধ্যায় উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
২৪ ঘণ্টারও কম ব্যবধানে বুধবার দুপুরে ওই একই পথে রোড শো করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হুডখোলা জিপে রোড শো করেছিলেন মোদী। বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ পায়ে হেঁটে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার মোদীর সভাকে ঘিরে শ্যামবাজারে যেমন মানুষের উচ্ছ্বাস চোখে পড়েছিল, বুধবার সেই একই ছবি ধরা পড়ল মমতার রোড শো তেও।
রাস্তার দু’ধারে মানুষের জমায়েত। ট্রাম লাইনের ওপরে হনহনিয়ে হেঁটে চলেছেন তৃণমূল নেত্রী। আগে থেকেই রাস্তার দু’ধারে ব্যারিকেড তৈরি ছিল। সেই ব্যারিকেড টপকে অনেককে মমতার কাছে চলে আসতে দেখা যায়। অনেক সময় আবার তৃণমূল নেত্রীকেও দেখা গিয়েছে ব্যারিকেডের দিকে এগিয়ে যেতে। কেউ কেউ মনে করছেন মঙ্গলবারের ভিড়ের থেকেও ছাপিয়ে গেছে বুধবারের ভিড়।
তবে শ্যামবাজারে রোড শো করার সঠিক কারণ এখনো অনেকে খুঁজে চলেছেন।
Be the first to comment