১০টা

Spread the love
  1. বিজেপির কাছে এস আই আর নিয়ে কেন কোন অভিযোগ নেই? এটা স্পষ্ট ইলেকশন কমিশন আর বিজেপি একসাথে বিরোধী দলের ভোট মুছে ফেলছে, বললেন রাহুল গান্ধী।
  2. নির্বাচন কমিশন গদি কমিশনে পরিণত হয়েছে। গণতন্ত্র ও সংবিধান বাঁচাতে রাহুল গান্ধী ও আমরা সবাই এই যাত্রায় বেরিয়েছি। নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা পুরোপুরি নষ্ট হয়েছে। এক এক বিহারী গণতন্ত্রকে খতম হওয়া রুখে দেবে, বললেন তেজস্বী যাদব
  3. ভোটার অধিকার যাত্রা খুবই সফল। স্বতঃস্ফূর্তভাবে লোক আসছে। ভোট চুরির যে কথা আমরা বলেছি, বিহারের কোটি কোটি মানুষ তা বিশ্বাস করে।
  4. বিহারে এস আই আর প্রাতিষ্ঠানিক চুরির পদ্ধতি, বললেন রাহুল। ছোট বাচ্চারাও আমাকে বলছে ভোট চোর গদ্দি ছোড়।
  5. পশ্চিমবঙ্গে বেসরকারি স্কুলের টপাররা জয়েন্টের শীর্ষে। সরকারি স্কুল থেকে কেন আগের মত মেধাতালিকায় স্থান পাচ্ছে না সে নিয়ে প্রশ্ন উঠছে।
  6. ঠাকুর বাড়িতে দুই ভাইয়ের মধ্যে চরম মতবিরোধ। দুজনেই বিজেপি করেন , তবুও সুব্রত শান্তনু দুজনেই একে অপরের বিরুদ্ধে দোষারোপ কাদা ছোড়াছুড়ি করছেন। বিধানসভা ভোটের আগে মতুয়া ঠাকুরনগরে কোন্দল সবার চোখে পড়ছে।
  7. গ্রেটার নয়ডায় মহিলাকে জীবন্ত পুড়িয়ে খুন, পণের দাবিতে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ।
  8. কসবা চার্জশিটের নাম চার অভিযুক্তের
  9. মদ্যপানের প্রতিবাদ। শিক্ষককে মার। ঘটনাটি ঘটে বেলঘরিয়ায়
  10. একদিকে দেশ স্পেস স্টেশন তৈরির পথে , অন্য দিকে চাঁদ সূর্যের সময় মাপার পথে ইউজিসি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*