অবশেষে খোঁজ মিলল মেহুল চোকসির। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আর্থিক প্রতারণার ঘটনায় রহস্যজনকভাবে নিখোঁজ হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে গ্রেফতার করল পুলিশ। কিউবা পালানোর পথে ডোমিনিকা থেকে গ্রেফতার ৬২ বছরের এই হীরে ব্যবসায়ী।
পিএনবি কেলেঙ্কারি কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত নীরব মোদীর মামা মেহুল চোকসি। পিএনবি কেলেঙ্কারি সামনে আসার মুখেই ২০১৮ সালে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন মেহুল। তারপর থেকে ক্যারিবিয়ান দীপপুঞ্জের অ্যান্টিগাতেই গা ঢাকা দিয়েছিলেন মেহুল। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রে জানা যায়, অ্যান্টিগাতেও এবার পাততাড়ি গুটিয়েছেন মেহুল। ভারতে প্রত্যর্পণের ভয়ে কিউবায় পালিয়ে যেতে পারেন ওই হীরে ব্যবসায়ী বলে খবর ছিল। সেই মতোই চলছিল নজরদারি।
বুধবার ডোমিনিকা থেকে কিউবার ফ্লাইট ধরার পথেই স্থানীয় পুলিশের হাতে ধরা পড়েন মেহুল। জানা গিয়েছে, পুলিশের চোখে ধুলো দিতে নদীপথে বোট নিয়ে ডোমিনিকা পৌঁছেছিলেন এই পলাতক ব্যবসায়ী। তাঁকে আপাতত অ্যান্টিগা অথরিটির হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে ডোমিনিকা পুলিশের তরফে।
নিখোঁজ হতেই মেহুলের খোঁজে তল্লাশি শুরু করে সে দেশের পুলিশ। ওই দ্বীপপুঞ্জের দক্ষিণ অংশে একটি রেস্তোরাঁর সামনে মেহুলের গাড়ি উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ওই রেস্তোরাঁয় ডিনার সারতে গিয়েছিলেন মেহুল। সোমবার অ্যান্টিগার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় নরেন্দ্র মোদীর। জলি হারবার এলাকায় দেখা গিয়েছিল মেহুল চোকসিকে।
কোটি কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত চোকসি গ্রেফতারি এড়াতে আগেই নিজের ভারতীয় পাসপোর্ট সমর্পণ করেছেন । ২০১৮ সালেই অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে নেন চোকসি। CBI-এর অনুরোধে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল। কিন্তু অ্যান্টিগার সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। সেই সুবিধে নিতেই অ্যান্টিগার নাগরিকত্ব নিয়েছেন চোকসি। তবে ওই দ্বীপরাষ্ট্রের আইনে কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলিতে পলাতক প্রত্যর্পণের ধারা রয়েছে। তার উপর ভিত্তি করেই মেহুল চোকসিকে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত। ৬২ বছরের মেহুল চোকসি নীরব মোদীর সঙ্গে যৌথভাবে পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত। নীরব মোদী এই মুহূর্তে ব্রিটেনের জেলে বন্দি।
Be the first to comment