শনিবার প্রথম কালবৈশাখীর দেখা পেয়েছে কলকাতা-সহ দক্ষিনবঙ্গের একাধিক জেলা। তবে, শহর কলকাতায় ভিজেছে মরশুমের প্রথম কালবৈশাখীতে। সন্ধে সাতটার পর ঘণ্টায় ৬৪ কিমি বেগে ঝড় হয় শহরে৷ এর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শহরবাসীকে আবারও স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস।
রবিবার রাতে আবারও মহানগরীতে আছড়ে পড়বে কালবৈশাখী। বইবে ঝড়ো হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাতে ঝড়, জল, বৃষ্টি-সহ কালবৈশাখীর দেখা মিলবে হাওড়া, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
রবিবার সন্ধ্যায় ঝাড়খণ্ডে ছোটনাগপুরের মালভূমির ওপর তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। তা ক্রমশ পূর্ব দক্ষিণ-পূর্ব দিকে এগোচ্ছে। তার জেরেই রাতে ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। এছাড়াও এই কারণে রাতে ঝড়বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলিতেও।
এছাড়াও হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে পূর্ব দিকের হাওয়া প্রবেশ করছে৷ প্রচুর জলীয়বাষ্প রয়েছে তাতে৷ সেই সঙ্গে উত্তরপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে৷ যে কারণে আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে৷ বইবে ঝোড়ো হাওয়া৷ শনিবার কলকাতার পাশাপাশি ঝড়-বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া জেলাগুলিতেও দেখা মিলেছে কালবৈশাখীর৷
Be the first to comment