জাল নোট এবং কালো টাকার লেনদেন কমাতে রাতারাতি দেশে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৬ সালের ৮ নভেম্বর রাতের সেই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিলে দেশে। নোট বাতিলের কারণ হিসাবে প্রধানমন্ত্রী বলেছিলেন, কালো টাকা উদ্ধারের জন্যই এই পদক্ষেপ। যদিও নোটবন্দির পর প্রায় ৫ বছর কেটে গেলেও কালো টাকা উদ্ধার করতে পারেনি মোদি সরকার। উল্টে নোট বাতিলের পরেও দেশে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জাল নোটের সংখ্যা। এবার সেই জাল নোট ইস্যুতেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
টুইটে ডেরেক বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নমস্কার। নোট বাতিলের কথা মনে আছে? সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিরোধিতা করেছিলেন। আপনি বলেছিলেন, নোট বাতিলের ফলে সমস্ত জাল নোট চলে যাবে। এবার দেখুন রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট কী বলছে। এই তথ্য অনুযায়ী জাল নোটের পরিমাণ বেড়েছে।’ রিজার্ভ ব্যাঙ্কের ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২০-২১ আর্থিক বর্ষের তুলনায় ২০২১-২২’এ ৫০০ টাকার জাল নোট বেড়েছে ১০১.৯ শতাংশ এবং ২০০০ টাকার জাল নোট বেড়েছে ৫৪.৬ শতাংশ।
শুধু ৫০০ আর ২ হাজার টাকার নোট নয়, রিজার্ভ ব্যাঙ্কের তথ্য বলছে, ২০০ টাকার জাল নোট বেড়েছে ১১.৭ শতাংশ, ২০ টাকার জাল নোট বেড়েছে ১৬.৫ শতাংশ এবং ১০ টাকার জাল নোটের সংখ্যা বেড়েছে ১৬.৪ শতাংশ। ২০১৬ সালে নোট বাতিলের আগে বাজারে নগদ ছিল ১৮ লক্ষ কোটির কাছাকাছি। এখন বাজারে নগদের পরিমাণ প্রায় ৩১ লক্ষ কোটি।
Be the first to comment