নিহত তপন কান্দুর ওয়ার্ডের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন পেশ

Spread the love

মনোনয়নপত্র জমা দিলেন ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী৷ বুধবার ঝালদা তৃণমূলের শহর সভাপতি দেবাশিস সেনকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন দলীয় প্রার্থী৷ ঝালদায় তৃণমূল প্রার্থী করেছে জগন্নাথ রজককে৷ মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি জানান, কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার পানীয় জলের সমস্যা সমাধানের চেষ্টা করবেন৷ সেই সঙ্গে নিকাশি ব্যবস্থার উন্নয়ন ঘটাবেন৷

আগামী ২৬ জুন ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন৷ শেষ পুরভোটে এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী তপন কান্দু৷ কিন্তু গত মার্চ মাসে দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারান তিনি৷ আদালতের নির্দেশে তপন কান্দু খুনের তদন্ত করছে সিবিআই৷ তপনের মৃত্যুর জেরে খালি হল ওয়ার্ডটি৷ সেই জন্য উপনির্বাচন৷ কংগ্রেস ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে তপনের ভাইপো মিঠুন কান্দুকে৷

দু’পক্ষই জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী৷ এ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার পর জগন্নাথ বলেন, বাড়ি বাড়ি প্রচার করব৷ এলাকায় পানীয় জল ও নিকাশির সমস্যা রয়েছে৷ অনেক বাড়িতে পানীয় জলের লাইন নেই৷ প্রচারে সেগুলো তুলে ধরব৷ জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলে জানিয়েছেন৷

ঝালদা শহর সভাপতি দেবাশিস সেন বলেন, ‘দিদির উন্নয়নকে সামনে রেখেই আমরা প্রচারে যাব৷ দিদি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে৷ আমাদের এই পুরসভায় পানীয় জলের সমস্যা রয়েছে৷ সুবর্ণরেখা জল প্রকল্প রূপায়ণের পথে৷ এছাড়াও কন্যাশ্রী, সবুজসাথী, সমব্যাথী, লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি প্রকল্পগুলো নিয়ে প্রচার করব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*