করোনা আক্রান্ত সোনিয়া গান্ধীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে মোদি লিখেছেন, কংগ্রেস সভাপতি দ্রুত করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি। বৃহস্পতিবার সোনিয়ার কোভিড ধরা পড়ে। সোনিয়ার সংস্পর্শে আসা বেশ কয়েকজন কংগ্রেস নেতারও কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, বুধবার সন্ধ্যায় সোনিয়ার হালকা জ্বর এসেছিল। তার পর পরীক্ষা করা হলে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের অন্তর্বর্তী প্রেসিডেন্ট সোনিয়া এবং রাহুল গান্ধীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৮ জুন সোনিয়া গান্ধীর হাজিরা দেওয়ার কথা রয়েছে। ইডি হাজিরা প্রসঙ্গে সুরজেওয়ালা বলেন, সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ করা অনেকেই করোনা আক্রান্ত। আপাতত সুস্থই রয়েছে কংগ্রেস নেত্রী। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ৮ জুন নির্ধারিত সময়ে ইডির দফতরে যাবেন সোনিয়া গান্ধী।
সম্প্রতি জয়পুরের চিন্তন শিবিরে হাজির ছিলেন সোনিয়া। সেখানে তিনি অনেকের সংস্পর্শে আসেন। শুধু তাই নয়, রাজ্যসভা ভোটের জন্য গত কয়েক দিন ধরে বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন সোনিয়া। কংগ্রেস নেত্রী ছাড়াও ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকেও তলব করেছে ইডি। আপাতত ইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন না রাহুল। সূত্রের খবর, বিদেশে থাকার কারণে হাজিরার জন্য আরও কিছুটা সময় চেয়েছেন কংগ্রেস সাংসদ।
Be the first to comment