ফের কমলো পিএফের সুদের হার, ৮.৫ শতাংশ থেকে কমে হল ৮.১ শতাংশ

Spread the love

ফের পিএফের সুদের হার কমাল কেন্দ্রীয় সরকার। ইপিএফও-র সুদের ৮.৫ শতাংশ থেকে কমে হল ৮.১ শতাংশ। তাতেই সায় দিল কেন্দ্রীয় সরকার। গত চার দশকে সর্বনিম্ন মাত্রায় পৌঁছল ইপিএফও-র সুদের হার।

প্রসঙ্গত, মার্চ মাসেই সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠকে ২০২১-২০২২ অর্থবর্ষের জন্য পিএফের সুদের হার ৮.১ শতাংশ প্রস্তাব করা হয়। শুক্রবার সেই প্রস্তাবেই ছাড়পত্র দিল অর্থমন্ত্রক। এবার থেকে এই নতুন সুদের হারেই কর্মীদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। পিএফএ দেশের প্রায় ৬ কোটি চাকরিজীবী মানুষ অর্থ গচ্ছিত রাখেন। এদিনের সুদের হার কমার ফলে সঞ্চয়ের পরিমাণ অনেকটাই কমবে বলে মনে করছেন অনেকে। ১৯৭৭-১৯৭৮ সালে পিএফের সুদের হার অনেকটাই কমেছিল। সেই সময় সুদের হার ছিল ৮ শতাংশ।

অন্যদিকে, মূল্যবৃদ্ধির কারণে সমস্যায় পড়েছেন মধ্যবিত্তরা। জ্বালানির দাম থেকে শুরু করে বাজার এখন অগ্নিমূল্য। কয়েকদিন আগেই রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়িয়েছে। যার ফলে বাড়ি এবং গাড়ির সুদে ইএমআইও বাড়বে বলে জানা গিয়েছে। এবার পিএফের সুদের হার কমায় আরও সমস্যায় চাকরিজীবীরা। এই নিয়ে ইতিমধ্যে উঠছে প্রশ্ন। সঞ্চয়ের উপর সুদের হার কমানোয় প্রবীণ নাগরিকরা এই মূল্যবৃদ্ধির বাজারে কীভাবে চলবেন, তাই এখন প্রশ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*