SSC নিয়োগ সংক্রান্ত একটি মামলায় কিছুদিন আগেই রাজ্যের শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এরপরে SSC নিয়োগ দুর্নীতি মামলা যায় রাজশেখর মান্থার বেঞ্চে। সোমবার কলকাতা হাইকোর্টের নতুন বেঞ্চ এই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। বেঞ্চ বদলের প্রথম দিনেই এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বিচারপতি নির্দেশ দেন, গণিত শিক্ষক সিদ্দিকি গাজির চাকরি বাতিল করতে হবে। এই মর্মে তিনি মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশও দিয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, দেখা গিয়েছিল মেধাতালিকায় থাকা ২০০ নম্বর চাকরি পায়নি। কিন্তু, চাকরি পেয়েছে মেধাতালিকার ২৭৫ নম্বর স্থানাধিকারী। এই মামলার পরবর্তী শুনানি হবে বুধবার। সোমবার কলকাতা হাইকোর্টের নিয়ম অনুযায়ী আদালতের বিচার্য বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে রদবদল ঘটে। SSC নিয়োগ সহ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উল্লেখযোগ্য রায় দিয়েছিলেন। এমনকী মন্ত্রিকন্যার চাকরি বাতিলের রায়ও তাঁর দেওয়া। তবে এসএসসি নিয়ে নতুন কোনও মামলা দায়ের হলে তার শুনানি করতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জানানো হয় এমনটাই।
Be the first to comment