অবশেষে জামিন পেলেন ইউটিউবার রোদ্দুর রায় ওরফে অনির্বাণ রায়। সোমবার ব্যাঙ্কশাল আদালত রোদ্দুরের বিরুদ্ধে দায়ের হওয়া সব কটি মামলায় পাঁচ হাজার টাকার ব্যক্তিগত জরিমানায় তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে।
গত সোমবার দু’হাজার টাকার বন্ডে ব্যাঙ্কশাল কোর্টে অন্তর্বর্তী জামিন পান রোদ্দুর। যদিও হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায় জামিন মঞ্জুর হলেও বড়তলা এবং পাটুলি থানায় দায়ের হওয়া মামলায় জামিন না হওয়ার কারণে আবার তাঁকে ফিরে যেতে হয় প্রেসিডেন্সি জেলে। এদিন ব্যাঙ্কশাল আদালতে ফের তাঁকে হাজির করানো হয়। তাঁর আইনজীবীরা জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে।
সম্প্রতি কেকে ইস্যুতে মুখ খুলেছিলেন রোদ্দুর। ইউটিউবার রোদ্দুর রায় নিজের ফেসবুক পোস্টে রাজ্য সরকারের চরম উদাসীনতাই কেকে-র মৃত্যুর জন্য দায়ী করেন। এমনকি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন ভাষায় গালিগালাজ করেন। মুখ্যমন্ত্রীর বাংলা সাহিত্যচর্চায় নিরলস সাধনার জন্য বাংলা আকাদেমি পুরস্কার পাওয়া নিয়েও কিছুদিন আগেই তিনি মন্তব্য করেন। রীতিমতো কটূকথা বলতেও শোনা গিয়েছিল রোদ্দুরকে।
একের পর এক আক্রমণ, কুরুচিকর মন্তব্য, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অশ্লীল ভাষায় আক্রমণ ইত্যাদির জেরে রোদ্দুরের বিরুদ্ধে প্রথমে এক তৃণমূলকর্মী পরে সাংসদ শান্তনু সেন পুলিসে অভিযোগ করেন। তার প্রেক্ষিতেই গোয়া থেকে ৮ জুন রোদ্দুরকে গ্রেফতার কলকাতায় এনেছিল রাজ্য পুলিসের গোয়েন্দারা। ৯ জুন তাঁকে আদালতে পেশ করা হয়। এরপর থেকেই জেলই ছিল রোদ্দুরের ঠিকানা।
Be the first to comment