শাপুরজি-পালোনজি গ্রুপের চেয়ারম্যান পালোনজি মিস্ত্রি প্রয়াত। দক্ষিণ মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পপতি। বয়স হয়েছিল ৯৩ বছর। টাটা গোষ্ঠীর হোল্ডিং কোম্পানি টাটা সন্সে পালোনজির ১৮.৪ শতাংশ শেয়ার ছিল তাঁর। গুজরাটের এক পারসি পরিবারে পালোনজির জন্ম। ফোবর্স পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের শিল্পপতিদের মধ্যে তাঁর স্থান ছিল ১৪৩ নম্বরে।
২০১৬ সালে পালোনজি দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মভূষণে সম্মানিত হন। ১৫০ বছরেরও বেশি পুরানো শাপুরজি-পালোনজি গ্রুপ ভারতের অন্যতম বৃহত্তম ব্যবসায়িক সংস্থা। পালোনজি মিস্ত্রির হাত ধরে এই সংস্থা শিখরে পৌঁছয়। ইঞ্জিনিয়ারিং, নির্মাণ ও পরিকাঠামো, আবাসন, জল, শক্তি এবং আর্থিক পরিষেবা খাতে ব্যবসা রয়েছে এই গ্রুপের। বিশ্বের অন্তত ৫০টি দেশে বিস্তৃত শাপুরজি-পালোনজির ব্যবসা।
পালোনজির বড় ছেলে শাপুরজি বর্তমানে শাপুরজি-পালোনজি গ্রুপের চেয়ারম্যান। ছোট ছেলে সাইরাস মিস্ত্রি ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন। পালোনজি মিস্ত্রি ১৯২৯ সালে একটি পারসি পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর প্রাথমিক শিক্ষা মুম্বইতে। উচ্চশিক্ষার জন্য তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজে যান। মাত্র ১৮ বছর বয়সে তিনি তাঁর বাবার সঙ্গে পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছিলেন।
Be the first to comment