অল্ট নিউজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেরকে চার দিন পুলিস হেফাজতের নির্দেশ দিল দিল্লি আদালত। ২০১৮ সালে একটি ‘আপত্তিকর’ টুইটের জন্য সোমবার সন্ধ্যায় জুবেরকে গ্রেফতার করে দিল্লি পুলিস। অভিযোগ, ওই টুইটের ফলে একটি বিশেষ ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে। এদিকে পুলিশের দাবি, গত কয়েক দিনে ৫০ লক্ষ টাকার লেনদেন হয়েছে জুবেইরের অ্যাকাউন্ট থেকে।
যদিও জুবেরের ঘনিষ্ঠ মহলের দাবি, একটি পুরনো মামলায় অন্যায়ভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি আদালতের নির্দেশ ছিল, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।
এপ্রসঙ্গে বলতে গিয়ে ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্রা জানাচ্ছেন, ”আমাদের কাছে প্রমাণ রয়েছে যে গত কয়েকদিনে ওঁর অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষ টাকারও বেশি অঙ্কের লেনদেন হয়েছে। আমরা ওঁকে ৪১এ ধারার অধীনে বিজ্ঞপ্তি পাঠিয়েছি। গতকাল, সোমবারই আদালত একই বিজ্ঞপ্তি জারি করেছে।”
চার বছর আগে করা একটি টুইটকে কেন্দ্র করে ওঠা অভিযোগেই গ্রেপ্তার হয়েছেন জুবেইর। যে প্রসঙ্গে তাঁর আইনজীবী বলেছেন, ২০১৮ সালের মার্চ মাসে করা ওই টুইটে ব্যবহৃত ইমেজটি ১৯৮৩ সালের একটি ছবির দৃশ্য। ওই ছবিটি সেন্সর বোর্ড পাশ করেছিল। আর এপ্রসঙ্গে জুবেইরের যে বক্তব্য তুলে ধরেছেন তিনি তাতে বলা হয়েছে, ”অনেকেই একই টুইট করেছেন। কিন্তু তাঁদের হ্যান্ডলের সঙ্গে আমারটির পার্থক্য গড়ে দিচ্ছে আমার ধর্ম, আমার নাম ও আমার পেশা।”
এদিকে মহম্মদ জুবেইরের গ্রেপ্তারিতে শুরু হয়েছে বিতর্ক। ‘AltNews’-এর সহ-প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা দাবি করেছেন, অন্য একটি মামলায় তদন্তের স্বার্থে জুবেইরকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিলো। কিন্তু তাঁকে সম্পূর্ণ ভিন্ন একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। টুইটারে প্রতীক সিনহার অভিযোগ, “আইন মতো আগাম কোনও নোটিস দেয়নি পুলিশ। শুধু তাই নয়, আমাদের এফআইআর-এর কপিও দেওয়া হয়নি।”
Be the first to comment