সোমবার আস্থা ভোট ৷ আগামিকাল, মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে শিবসেনার শিণ্ডে শিবিরকে ৷ তার আগে রবিবার স্পিকার নির্বাচনে জয় হাসিল করল বিজেপি-শিণ্ডে শিবির ৷ সেই সঙ্গে রাজ্যে পালাবদলের পর বিধানসভায় প্রথম শক্তি পরীক্ষায় সসম্মানে উতরে গেলেন একনাথ শিণ্ডে এবং দেবেন্দ্র ফড়ণবীস ৷ এদিন বিজেপির রাহুল নার্বেকরকে স্পিকার নির্বাচিত করা হয় ৷ তাঁর সমর্থনে ১৬৪টি ভোট পড়ে ৷ ৪৫ বছরের নার্বেকর আগে শিবসেনা ও পরে এনসিপির সঙ্গে যুক্ত ছিলেন ৷ ২০১৯ সালের বিধানসভা ভোটের আগে তিনি যোগ দেন বিজেপিতে এবং কোবালা থেকে জিতে বিধায়ক হন ৷
অন্যদিকে রাহুলের বিরুদ্ধে শিবসেনার উদ্ধব শিবির দাঁড় করিয়েছিল ঠাকরে পরিবার অনুগত বিধায়ক রঞ্জন সালভিকে ৷ তিনি ১০৭টি ভোট পান ৷ সমাজবাদী পার্টির আবু আজমি ও রইস শেখ এবং মিমের শাহ ফারুক আনোয়ার ভোট দান থেকে বিরত থাকেন ৷
এর আগে মহারাষ্ট্র বিধানসভার স্পিকার ছিলেন কংগ্রেসের নানা পাটোলে ৷ তিনি দল ছেড়ে দেওয়ায় স্পিকার পদটি ফেব্রুয়ারি থেকে খালি পড়ে ৷ স্পিকারের অবর্তমানে ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল সভার কাজ পরিচালনা করছিলেন ৷ তবে আস্থা ভোটের আগে স্পিকার নির্বাচনে উঠে-পড়ে লাগেন নয়া মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ৷ সেই মতো এদিন সকাল ১১টায় শুরু হয় ভোটদান ৷ শনিবার শিবসেনার দুই শিবিরের তরফে হুইপ জারি করে স্পিকার প্রার্থীকে ভোট দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ রবিবার ভোটদান শেষে ডেপুটি স্পিকার জানান, শিণ্ডে শিবিরের নেতারা ক্রস ভোটিং করেছেন ৷ পুরো প্রক্রিয়াটাই ভিডিয়ো রেকর্ডিং করা হয়েছে ৷ যাঁরা হুইপ অমান্য করেছেন তাঁদের নাম লিখে রাখা হবে ৷
আগামিকাল আস্থা ভোটের আগে স্পিকার নির্বাচনে জয় বিজেপি-শিণ্ডে শিবিরকে অনেকটাই স্বস্তিতে রাখল ৷ নয়া নির্বাচিত স্পিকার রাহুল নার্বেকর ১৬৪টি ভোট পেয়েছেন ৷ উদ্ধব ঠাকরে শিবির দলের ৩৯ জন বিধায়কের সদস্যপদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছে ৷ যদি ৩৯ জনের বিধায়ক পদ খারিজও হয়ে যায় তাহলে ম্যাজিক ফিগার নেমে আসবে ১২৫-এ। নার্বেকর পেয়েছেন ১৬৪টি ভোট ৷ ৩৯ জনের ভোট বাতিল হলেও বিজেপি-শিণ্ডে শিবিরের কাছে প্রয়োজনীয় সংখ্যা থেকেই যাবে৷ এদিন স্পিকার নির্বাচনে তিন বিধায়ক ভোট দেননি৷ তাঁরা আগামিকাল ভোট দিলেও বিজেপি-শিণ্ডে শিবিরের কোনও ক্ষতি হবে না৷
Be the first to comment