প্রয়াত ‘বাপিদা’, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Spread the love

ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মানলেন বাংলা ব্যান্ড দুনিয়ার পথিকৃৎ ‘মহীনের ঘোড়াগুলির’ আদি ঘোড়া ‘বাপিদা’ ওরফে তাপস দাস। বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। চলছিল কেমোথেরাপি। তাঁর চিকিৎসার খরচ চালানোর জন্য একজোট হয়েছিলেন রূপম ইসলাম থেকে শুরু করে অর্ক মুখোপাধ্যায়, সাহানা বাজপেয়ী, সিধুসহ সকলেই। চেয়েছিলেন অর্থসাহায্যও। শহরের বুকে আয়োজিত হয়েছিল কনসার্ট। হুইলচেয়ারে করে সেই কনসার্টে হাজির হয়েছিলেন বাপিদা।

পরে অবশ্য অন্যান্য শিল্পীর আবেদনে সাড়া দিয়ে তাঁর চিকিৎসার দায়িত্ব নেয় রাজ্য সরকার। এসএসকেএমেই চলছিল তাঁর চিকিৎসা। এ দিন তাঁর মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, “বাপিদার মৃত্যুতে আমি মর্মাহত। ভারতের প্রথম রক ব্যান্ডের অংশ ছিলেন তিনি। তিনি গুরুতর অসুস্থ ছিলেন। আমাদের সরকার তাঁর চিকিৎসার ব্যয়ভার নিয়েছিল। শিল্পীর স্ত্রী সুতপা ও তাঁর অনুরাগীদের জন্য আমার সমবেদনা রইল।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*