কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ৯ অক্টোবর ছিলেন কলকাতায়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, জয় অমিত। এদের দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চুপ কেন? কোথায় গেল তাঁর নীতি। তিনি ঘটনার তদন্তের নির্দেশও কি দিতে পারেন না? এরপর গৌরব বলেন, বিজেপি এখন বলছে, না খায়ুঙ্গা না খানে দুঙ্গা। ব্ল্যাক মানি উদ্ধারের নীতি কোথায় গেল? দেশের মানুষের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেওয়ার ঘোষণাও তো জুমলা-তে পরিণত হয়েছে। এখন প্রধানমন্ত্রী মোদী কি জয় শাহ-র দুর্নীতির তদন্তের নির্দেশ দেবেন নাকি এটাও একটা জুমলা হবে?
Be the first to comment